• অ্যাশেজ ২০১৯
  • " />

     

    অ্যাশেজ দিয়েই টেস্ট স্কোয়াডে ফিরলেন স্মিথ-ওয়ার্নাররা

    অ্যাশেজ দিয়েই টেস্ট স্কোয়াডে ফিরলেন স্মিথ-ওয়ার্নাররা    

    ফেরাটা অনুমিতই ছিল ওই তিন জনের। ‘স্যান্ডপেপারগেটের’ পর এক বছর পেরিয়ে গেছে। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, ক্যামেরন ব্যানক্রফট আবারও ফিরেছেন টেস্ট দলে। ১৭ জনের টেস্ট দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তাতে অবশ্য খুব বড় চমক নেই। স্টার্ক, হ্যাজলউসহ নিয়মিত একাদশের প্রায় সবাই-ই আছেন। নতুনদের মধ্যে শুধু ডাক পেয়েছেন কুইন্সল্যান্ডের সিম বোলিং অলরাউন্ডার মাইকেল নেসের।

    এনাথান লায়ন ছাড়া অবশ্য আর কোনো স্পেশালিস্ট স্পিনার নেয়নি অস্ট্রেলিয়া। সেই কাজটা চালিয়ে যেতে হবে মারনাস লাবুশানকে। তবে আছেন অলরাউন্ডার মিচেল মার্শ। বিশ্বকাপে সেমিফাইনাল খেলা দলের মধ্যে ম্যাক্সওয়েল, স্টোয়নিস বাদ পড়েছিলেন আগেই। জায়গা হয়নি উইকেটকিপার অ্যালেক্স ক্যারির। অধিনায়ক টিম পেইনের সঙ্গে বিকল্প উইকেটকিপার হিসেবে সুযোগ পেয়েছেন ম্যাথু ওয়েড।

    ১৭ জনের দলঃ টিম পেইন (অধিনায়ক), ক্যামেরন ব্যানক্রফট, প্যাট কামিন্স, মার্কাস হ্যারিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, উসমান খাওয়াজা, মারনাস লাবুশান, নাথান লায়ন, মিচেল মার্শ, মাইকেল নেসের, জেমস প্যাটিনসন, পিটার সিডল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ম্যাথিউ ওয়েড, ডেভিড ওয়ার্নার ।