• অ্যাশেজ ২০১৯
  • " />

     

    সুস্থ হলেও আর্চারকে নিয়ে ঝুঁকি নিতে চায় না ইংল্যান্ড

    সুস্থ হলেও আর্চারকে নিয়ে ঝুঁকি নিতে চায় না ইংল্যান্ড    

    বিশ্বকাপের পর জানা গিয়েছিল, ইনজুরির কারণে এবারের অ্যাশেজের প্রথম টেস্টে খেলতে পারবেন না ইংলিশ পেসার জফরা আর্চার। তবে দুইদিন আগে অ্যাশেজ স্কোয়াড জায়গা পাওয়া আর্চার সুস্থ হয়ে ফিরবেন সিরিজের শুরুতেই, শোনা যাচ্ছিল এমনটাই। প্রথম টেস্টের আগে রেডিও ফাইভকে দেওয়া সাক্ষাৎকারে ইংল্যান্ড কোচ ট্রেভর বেয়লিস বলছেন, সুস্থ হয়ে খেলায় ফিরলেও আর্চারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না তিনি। এজবাস্টনে তাই নাও দেখা যেতে পারে তাঁকে। 

    কোমরে টান লাগার কারণে বিশ্বকাপের পর বারবাডোজে ফিরে বেশ কয়েকদিন বিশ্রামে ছিলেন আর্চার। ধারণা করা হচ্ছিল, প্রায় দুই সপ্তাহের বেশি সময় মাঠে বাইরে থাকতে হবে তাঁকে। সেক্ষেত্রে দ্বিতীয় টেস্টের আগে তাঁকে না পাওয়ার সম্ভাবনাই বেশি ছিল। 

    নির্ধারিত সময়ের অনেক আগেই অবশ্য সুস্থ হয়ে মাঠে ফিরেছেন আর্চার। ২৬ জুলাই সাসেক্সের হয়ে টি-টোয়েন্টি ম্যাচেও খেলেছেন তিনি। চার ওভার বোলিং করে ২১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেটও। সাসেক্স-সারের মধ্যে ম্যাচটি শেষ পর্যন্ত টাই হয়েছে।

    টি-টোয়েন্টি খেললেও টেস্টে আর্চারকে নিয়ে ঝুঁকি নিতে চাচ্ছেন না বেয়লিস, ‘আমরা তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাচ্ছি না। সাসেক্সের হয়ে টি-টোয়েন্টি ম্যাচে তাঁকে ফিটই লেগেছে। কিন্তু পাঁচ দিনের টেস্ট ম্যাচ পুরোপুরি ভিন্ন ব্যাপার। দলের ডাক্তাররাই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আর্চার ছাড়াও আমাদের স্কোয়াডে ভালো পেসার আছে, তাঁরা দলকে ভালো ফলাফল এনে দিতে পারবে।’