টেস্ট চ্যাম্পিয়নশিপ : কী, কোথায়, কীভাবে
অ্যাশেজ দিয়ে শুরু হচ্ছে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। দুই বছর ধরে এ লিগ চলবে, এরপর হবে ফাইনাল। নতুন শুরু হতে যাওয়া এ লিগ নিয়ে ওঠা প্রশ্ন ও সেসবের উত্তর….
আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ কী?
ওয়ানডে ও টি-টোয়েন্টির বৈশ্বিক টুর্নামেন্ট বিশ্বকাপ ও আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টির মতো মতো টেস্টে আইসিসির বৈশ্বিক লিগ। ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দুই বছর ধরে অনুষ্ঠিত হবে এ লিগ, যেখানে খেলবে ৯টি টেস্ট দল। ফলে দ্বিপক্ষীয় সিরিজ এখন শুধুই আইসিসির র্যাঙ্কিংয়ের জন্য নয়, এসবের মাধ্যমে নির্ধারিত হবে দুই বছর সময়কালে টেস্টের চ্যাম্পিয়নও। প্রতি ম্যাচেই পয়েন্ট থাকবে বলে ‘ডেড রাবার’ বলেও কিছু থাকবে না এখন আর।
ফরম্যাট কী হবে?
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে প্রতিটি দল খেলবে ছয়টি করে সিরিজ- তিনটি দেশের মাটিতে, তিনটি প্রতিপক্ষের মাটিতে। অবশ্য টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরেও এ সময়ে সিরিজ থাকতে পারে, যেমন নভেম্বরে ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজটি এফটিপি নির্ধারিত হলেও সেটি চ্যাম্পিয়নশিপের বাইরে।
১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজের প্রথম টেস্ট দিয়ে শুরু হবে চ্যাম্পিয়নশিপ। ২০২১ সালের জুলাইয়ে লিগ টেবিলের শীর্ষ দুই দল নিয়ে হবে ফাইনাল।
পয়েন্ট পদ্ধতি কেমন?
প্রতি সিরিজে নির্ধারিত থাকবে ১২০ পয়েন্ট। সিরিজে ম্যাচ থাকতে পারে সর্বনিম্ন ২টি থেকে সর্বোচ্চ ৫টি। ম্যাচসংখ্যা অনুযায়ী সমান ভাগ করা হবে পয়েন্ট। যেমন, ৫ ম্যাচের সিরিজে প্রতিটি জয়ের জন্য এক দল পাবে ২৪ পয়েন্ট করে, আবার ২ ম্যাচের সিরিজে প্রতিটি জয় আনবে ৬০ পয়েন্ট করে। ড্রয়ের জন্য একটি জয়ের এক তৃতীয়াংশ পয়েন্ট পাবে এক দল। ফলে, ৫ ম্যাচের সিরিজের প্রতিটি ড্রয়ের বিপরীতে পয়েন্ট ৮ পয়েন্ট, ২ ম্যাচের সিরিজে প্রতিটি ড্রয়ের জন্য ২০ পয়েন্ট।
কোনও ম্যাচ টাই হলে জয়ের জন্য নির্ধারিত পয়েন্টের অর্ধেক পাবে দলগুলি।
ফাইনালে টাই হলে কী হবে?
বিশ্বকাপ ফাইনাল টাই সম্বন্ধেই ধারণা বদলে দিয়েছে সবার। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল টাই বা ড্র হলে লিগে যে দল শীর্ষে ছিল, চ্যাম্পিয়ন হবে তারাই।
ফাইনালে এক দিন রাখা হবে রিজার্ভ ডে-র জন্য। তবে রিজার্ভ-ডেতে কোনও ম্যাচ যাবে নির্ধারিত পাঁচ দিনে যদি প্রয়োজনীয় সময় খেলা হতে না পারে। যেমন, সাধারণত পাঁচ দিনের এক টেস্টের জন্য ছয় ঘন্টা করে ৩০ ঘন্টা বরাদ্দ থাকে খেলার জন্য। বৃষ্টি বা অন্য কারণে কোনও দিন পুরোটা বা আংশিক ভেসে গেলে, সে সময় অন্য দিনগুলিতে পুষিয়ে দেওয়া হয়। এরপরও নির্ধারিত সময়ের খেলা নির্ধারিত দিনের মাঝে সম্পন্ন হতে না পারলে রিজার্ভ ডে-তে যাবে ফাইনাল।
খেলবে কারা কারা?
টেস্ট চ্যাম্পিয়নশিপের এ সাইকেলে খেলবে নয়টি দল- অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। টেস্টের নবাগত দল আয়ারল্যান্ড ও আফগানিস্তানের সঙ্গে চ্যাম্পিয়নশিপের বাইরে থাকবে সম্প্রতি আইসিসি কর্তৃক নিষিদ্ধ হওয়া জিম্বাবুয়ে। এ দলগুলির সঙ্গে অন্য দলগুলির দ্বিপক্ষীয় সিরিজ তাই প্রভাব ফেলবে না চ্যাম্পিয়নশিপের ওপর, তবে আগের মতোই র্যাঙ্কিংয়ে প্রভাব থাকবে সেসবের।
বাংলাদেশ খেলবে কোন কোন সিরিজ?
টেস্ট চ্যাম্পিয়নশিপের এ সাইকেলে মোট ১৪টি টেস্ট খেলবে বাংলাদেশ, যা নিউজিল্যান্ডের সমান। সর্বোচ্চ ২২টি টেস্ট খেলবে ইংল্যান্ড, ১৮টি করে খেলবে অস্ট্রেলিয়া ও ভারত, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ খেলবে ১৫টি করে, পাকিস্তান ও শ্রীলঙ্কা খেলবে সর্বনিম্ন ১৩টি করে টেস্ট।
টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সিরিজ :
ভারত (অ্যাওয়ে) - ২ ম্যাচ
পাকিস্তান (অ্যাওয়ে) - ২ ম্যাচ
অস্ট্রেলিয়া (হোম) - ২ ম্যাচ
শ্রীলঙ্কা (অ্যাওয়ে) - ৩ ম্যাচ
নিউজিল্যান্ড (হোম) - ২ ম্যাচ
ওয়েস্ট ইন্ডিজ (হোম) - ৩ ম্যাচ