• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    চ্যাম্পিয়নস লিগে আজ কী করলে কী হবে?

    চ্যাম্পিয়নস লিগে আজ কী করলে কী হবে?    

    আজ থেকে শুরু হয়ে যাচ্ছে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের শেষ রাউন্ড। বড় দলগুলোর অনেকেই এর মধ্যে নকআউট পর্বে পা দিয়ে রেখেছে। তবে ইংল্যান্ডের সিটি ছাড়া বাকি তিন দল ইউনাইটেড, চেলসি, আর্সেনালকে অপেক্ষায় থাকতে হচ্ছে শেষ ম্যাচ পর্যন্ত।

     

    ইতিমধ্যেই উত্তীর্ণঃ রিয়াল মাদ্রিদ, পিএসজি, অ্যাটলেটিকো, বেনফিকা, জুভেন্টাস, ম্যান সিটি, বার্সেলোনা, বায়ার্ন ও জেনিত

    উত্তীর্ণ হতে পারেঃ উলফসবুর্গ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসভি, রোমা, লেভারকুসেন, বাতে বরিসভ, অলিম্পিয়াকস, আর্সেনাল,পোর্তো, চেলসি, ডায়নামো কিয়েভ, গেন্ট, ভ্যালেন্সিয়া

    তৃতীয় হতে পারেঃ শাখতার, মালমো, সিএসকেএ, গ্যালাতাসারাই, আস্তানা, মনশেনগ্লাডবাখ, সেভিয়া

    চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা থেকে বাদঃ ডায়নামো জাগরেব, ম্যাকাবি তেল আবিব, অলিম্পিক লিওঁ

     

    আজকে কোন গ্রুপে কী সমীকরণ সেটা একটু দেখে আসা যাকঃ 

     

    গ্রুপ এ

    রিয়াল এর মধ্যেই গ্রুপের শীর্ষে, পিএসজি শেষ করবে দুইয়ে থেকে

     

    গ্রুপ বি

    উলফসবুর্গ (৯), ম্যান ইউনাইটেড (৮), পিএসভি (৭), সিএসকেএ (৪)

    • ড্র করলেই উলফসবুর্গ চলে যাবে্, জিতলে হবে গ্রুপের চ্যাম্পিয়ন
    • ইউনাইটেড জিতলে সবার ওপরে থাকবে, কিন্তু ড্র করলে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকে। সেটিতে পিএসভি যদি সিএসকেএ কে হারিয়ে দেয় তাহলে ইউনাইটেড বাদ
    • ইউনাইটেড ড্র করলেও উঠে যেতে পারে যদি অন্য ম্যাচে পিএসভি হেরে যায় বা ড্র করে
    • ইউনাইটেড হেরে গেলে আর পিএসভি ড্র করলে দুই দলের হেড টু হেডে এগিয়ে থাকার কারণে চলে যাবে পিএসভি

     

    গ্রুপ সি

    বেনফিকা, অ্যাটলেটিকো এর মধ্যেই উঠে গেছে, দুই দলেরই পয়েন্ট ১০। দুই দলের ম্যাচটা যে জিতবে তারাই হবে গ্রুপ চ্যাম্পিয়ন, আর ড্র করলে সেটি হবে বেনফিকা। 

     

    গ্রুপ ডি

    জুভেন্টাস (১১), সিটি (৯), দুই দলই উঠে গেছে পরের পর্বে

    জুভেন্টাস হারলে এবং সিটি জিতলেই শুধু সিটি গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে