• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    "আমরা আগের চেয়ে ভালো খেলছি"

    "আমরা আগের চেয়ে ভালো খেলছি"    

    চ্যাম্পিয়নস লিগে ফিরেই আবার প্রথম রাউন্ড থেকে বিদায়। লুই ফন গাল কীভাবে আত্মপক্ষ সমর্থন করবেন ? নিজের “দর্শনের” কথাটাই কি আবার বলবেন ? পরশু উলফসবার্গের মাঠে গিয়ে হেরে আসার পর ইউনাইটেড কোচ দাবি করলেন, দল গত মৌসুমের চেয়ে ভালো খেলছে!

     

     

    কাল ম্যাচ শেষে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় সমর্থকদের রোষের মুখে পড়েছিলেন। কিন্তু সংবাদ সম্মেলনে এসে ঠিকই একটা “যুক্তি” দাঁড় করালেন ফন গাল, “এই মুহূর্তে আমি নিজের পক্ষ কিছু বলতে পারছি না। কিন্তু গত মৌসুমটা দেখুন, আমরা এই মৌসুমে ক্যাপিটাল ওয়ান কাপে বেশিদূর গিয়েছি, চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বে যেতে পেরেছি, এসবের পর লিগেও আমরা বেশ ভালো অবস্থায় আছি। কথাটা হচ্ছে আমরা গত মৌসুম থেকে ভালো খেলছি। এটাই আমার উত্তর, কারণ আমি শুধু সত্যিটাই বলতে পারি।“

     

    ইউনাইটেড যে গ্রুপে ছিল, তাতে পরের পর্বে যাওয়াটা খুব একটা কঠিন হওয়ার কথা ছিল না। কিন্তু ফন গাল বললেন উল্টো কথা, “আপনারা বলতে পারেন আমরা ফেবারিট ছিলাম, কিন্তু গ্রুপটা খুব কঠিন ছিল। সবগুলো ফলই দেখুন, ১-০ বা ২-১ হয়েছে।”

     

    অফসাইডের কারণে জেসে লিনগার্ডের একটা গোল বাতিল হয়েছিল। সেটাও কারণ হিসেবে দেখিয়েছেন, “পিএসভির সঙ্গে প্রথম ম্যাচেও রেফারির সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গিয়েছিল। আজকেও সেটাই হলো, প্রথমে গোল দিয়ে পরে আবার সেটা বাতিল করাটা একটু অদ্ভুতই। আর আমার মনে হয় না মাতা গোলকীপারের জন্য কোনো প্রতিবন্ধকতা ছিল।”

     

     ইউনাইটেডের জন্য গোলটাই গত কিছু দিনে যেন সোনার হরিণ। অথচ এর আগে নয় ম্যাচে ছয় গোল করার পর কাল দুই গোল করেও হেরেছে। ফন গাল বলছেন, “দুই গোল পেয়েও আমরা যেভাবে রক্ষণ করেছি সেটা একটু বিস্ময়েরই ছিল।”

     

    কিন্তু এখন তো ইউরোপা লিগেই খেলতে হবে। সেটা নিয়ে কি ইউনাইটেড কোচের কোনো পরিকল্পনা আছে? আপাতত ফন গাল মাথা ঘামাতে চাইলেন না, “আমি খেলোয়াড়দের বলেছি, চ্যাম্পিয়নস লিগ আমাদের জন্য শেষ। এখন আমি ইউরোপা লিগ নিয়ে মাথা ঘামাতে চাচ্ছি না, আমি খুবই হতাশ, খেলোয়াড়েরাও খুবই হতাশ। এটা খুবই দুঃখজনক ইউরোপের সর্বোচ্চ পর্যায়ে আমরা আর খেলতে পারব না।”