• অ্যাশেজ ২০১৯
  • " />

     

    সাকিবকে পেছনে ফেলে অলরাউন্ডার র‍্যাংকিংয়ের দুইয়ে স্টোকস

    সাকিবকে পেছনে ফেলে অলরাউন্ডার র‍্যাংকিংয়ের দুইয়ে স্টোকস    

    বেন স্টোকসের ১৩৫ রানের অবিশ্বাস্য ইনিংসে হেডিংলিতে রূপকথার এক জয় পেয়েছে ইংল্যান্ড। এমন ইনিংসের পর টেস্ট অলরাউন্ডারদের র‍্যাংকিংয়েও উপরে উঠে এসেছেন স্টোকস। সাকিব আল হাসানকে পেছনে ফেলে অলরাউন্ডারদের তালিকায় স্টোকস আছেন দুই নম্বরে। 

    হেডিংলিতে দুই ইনিংস মিলিয়ে স্টোকস করেছেন ১৪৩ রান। বল হাতে দুই ইনিংসে নিয়েছেন মোট চার উইকেট। এই পারফরম্যান্সের জন্য অলরাউন্ডারদের টেস্ট র‍্যাংকিংয়ের দুইয়ে উঠে এসেছেন স্টোকস। এই মুহূর্তে তাঁর রেটিং ৪১১, যা তাঁর ক্যারিয়ারের সেরা, পেছনে ফেলেছেন সাকিবকে। শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়েও এগিয়েছেন স্টোকস, আছেন ১৩ তম স্থানে, ক্যারিয়ার সেরা রেটিং(৬৯৩) হয়েছে এখানেও। 

    শ্রীলংকার বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে পাঁচ উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট। টেস্ট ক্রিকেটে ২৫০ উইকেট পূর্ণ করেছেন তিনি। র‍্যাংকিংয়েও এগিয়েছেন তিনি। ৭৯৩ রেটিং পয়েন্ট নিয়ে তিনি উঠে এসেছেন ৫ম স্থানে।

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন ভারতের জাসপ্রীত বুমরা, দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ছয় উইকেট। ৭৭৪ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট বোলারদের তালিকায় ৭ম স্থানে উঠে এসেছেন বুমরা। 

    ৯০৮ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের তালিকার শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে আছেন ভারতের বিরাট কোহলি।