• ইউএস ওপেন
  • " />

     

    পাঁচ সেটের থ্রিলারে ইউএস ওপেন জিতলেন নাদাল

    পাঁচ সেটের থ্রিলারে ইউএস ওপেন জিতলেন নাদাল    

    প্রথম দুই সেট জিতে ফাইনালটা একপেশে বানিয়ে দিচ্ছিলেন রাফায়েল নাদাল। আর্থার অ্যাশ স্টেডিয়ামে অবশ্য রোমাঞ্চের অনেকটাই বাকি ছিল। দুর্দান্তভাবে পরের দুই সেট জিতে ফাইনালটা জমিয়ে তোলেন রাশিয়ার দানিল মেদভেদেভ। শেষ পর্যন্ত শিরোপা ওঠে নাদালের হাতেই। পাঁচ সেটের থ্রিলারে মেদভেদেভকে ৭-৫, ৬-৩, ৫-৭, ৪-৬, ৬-৪ সেটে হারিয়ে চতুর্থবারের মতো ইউএস ওপেন জিতলেন নাদাল। 

    প্রথম সেট জিততে নাদালকে বেশ ঘাম ঝরাতে হয়েছে। দ্বিতীয় সেটে মেদভেদেভ পাত্তাই পাননি। তৃতীয় সেটে বদলে যায় দৃশ্যপট। নাদালের সার্ভ ব্রেক করেন মেদভেদেভ। তৃতীয় সেট জিতে নেন ৫-৭ গেমে। চতুর্থ সেটে ফিরে আসে দ্বিতীয় সেটের পরিস্থিতি। তবে এবার নাদালকে পাত্তা দেননি মেদভেদেভ, সেট জিতে নেন ৬-৪ গেমে।

     

     

    শেষ সেটের প্রথম ভাগে লড়াইটা সমানে সমান হয়েছে। শেষের দিকে নাদালের অভিজ্ঞতা আর দুর্দান্ত সার্ভের কাছেই হার মানেন মেদভেদেভ। ৬-৪ গেমে পঞ্চম সেট জিতে চতুর্থবারের মতো ইউএস ওপেন জয়ের স্বাদ পান ৩৩ বছর বয়সী নাদাল। 

    এই জয়ে নাদালের গ্র্যান্ড স্ল্যাম সংখ্যা দাঁড়াল ১৯ এ। তার চেয়ে এগিয়ে আছেন শুধু রজার ফেদেরারই(২০ গ্র্যান্ড স্ল্যাম)।