• দক্ষিণ আফ্রিকার ভারত সফর
  • " />

     

    সেই শাস্ত্রীকেই ভারতের কোচ হিসেবে সঠিক পছন্দ বললেন সৌরভ

    সেই শাস্ত্রীকেই ভারতের কোচ হিসেবে সঠিক পছন্দ বললেন সৌরভ    

    রবি শাস্ত্রীর প্রথম দফায় ভারতের জাতীয় দলের কোচ হওয়া নিয়ে খুব একটা খুশি ছিলেন না সৌরভ গাঙ্গুলি। বিরাট কোহলির সরাসরি হস্তক্ষেপে শাস্ত্রীকে নিয়োগ দেওয়া হয়েছিল, সৌরভ অভিযোগ করেছিলেন এমনটাই। সেই সৌরভই এবার বলছেন, শাস্ত্রীই জাতীয় দলের কোচের পদের জন্য সঠিক পছন্দ। 

    অনিল কুম্বলেকে সরিয়ে শাস্ত্রীকে কোচ করায় খুব একটা খুশি হতে পারেননি সৌরভ। ওই সময় কোচ নির্বাচনের জন্য সাবেক ক্রিকেটারদের নিয়ে গঠিত কমিটিতে ছিলেন তিনি। পরবর্তীতে সৌরভ জানিয়েছিলেন, কোহলির পছন্দের কারণেই শাস্ত্রীকে নিয়োগ দেয় বিসিসিআই। মেয়াদ শেষ হওয়ার পর শাস্ত্রীর মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে। মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত যে কমিটি নিয়েছিল এবারের বিশ্বকাপের পর, সেটারও সদস্য ছিলেন গাঙ্গুলি। 

    সৌরভ বলছেন, শাস্ত্রী যোগ্য ব্যক্তি হিসেবেই কোচের পদে আছে, ‘শাস্ত্রীই কোচ হিসেবে সঠিক ব্যক্তি। খুব বেশি মানুষ অবশ্য এই পদের জন্য আবেদন করেননি। তাই নির্বাচক কমিটির সামনে খুব বেশি পছন্দের প্রার্থী ছিল না। সে পাঁচ বছর ধরে এই দায়িত্ব পালন করবে। আরও দুই বছরের জন্য তার দায়িত্বটা বাড়ানো হয়েছে। আমার মনে হয় না ভারতের ইতিহাসে এতোদিন কেউ জাতীয় দলের কোচিংয়ের সুযোগ পেয়েছে। সে সঠিক প্রার্থী হলেও এখন বোর্ডের বিশ্বাসের প্রতিদান দিতে হবে। সামনে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে, ভারতকে জয়ের উপায় খুঁজতে হবে।’   

    গত কয়েকটি বিশ্বকাপের হতাশা ভুলে শাস্ত্রীর অধীনে ঘুরে দাঁড়াবে ভারত, আশা সৌরভের, ‘যে দলে কোহলি, রোহিত, পান্ডিয়া, যাদব, পান্ট, ধাওয়ান আছে সেখানে প্রতিভার কোনো কমতি নেই। কিন্তু এটাও সত্যি আমরা ২০১৫ বিশ্বকাপ, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে হেরেছি। নকআউট পর্বের ম্যাচ কীভাবে জিততে হয় সেটা খুঁজে বের করে হবে ভারতকে। তাদের কিছুটা ভাগ্যেরও সহায়তা দরকার এই বাঁধাটা পার হওয়ার জন্য।’