• বাংলাদেশের ভারত সফর
  • " />

     

    বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি ম্যাচে সন্ত্রাসী হামলার হুমকি

    বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি ম্যাচে সন্ত্রাসী হামলার হুমকি    

    আগামী ৩ নভেম্বর দিল্লীর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচ দিয়েই শুরু হবে বাংলাদেশ-ভারত সিরিজ। সেই ম্যাচকে সামনে রেখেই এবার এলো সন্ত্রাসী হামলার হুমকি। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ঐ ম্যাচে হামলার হুমকি দিয়ে দিল্লী পুলিশের কাছে একটি চিঠি এসেছে। 

    হিন্দুস্তান টাইমস বলছে, দিল্লী পুলিশের কাছে আজ একটি বেনামি চিঠি এসেছে। সেখানে বলা আছে, বাংলাদেশ-ভারত ম্যাচের সময় ভারতীয় দল ও বিশেষ করে বিরাট কোহলির ওপর হামলা করা হবে। এমনকি যারা খেলা দেখতে যাবেন তাদের ওপরেও হামলার সম্ভাবনা আছে। হামলার তালিকায় আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। যদিও কোহলি টি-টোয়েন্টি সিরিজে দলে নেই। 

    দিল্লী পুলিশ বলছে, এটি ভুয়া চিঠিও হতে পারে। তবে বিসিসিআই ও পুলিশ কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নন। তারা ঐ ম্যাচকে ঘিরে নিরাপত্তা বাড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন।