সাকিব না থাকার চ্যালেঞ্জ নিয়েই ভারত গেলেন মুশফিক-মাহমুদউল্লাহরা
বিসিবি সভাপতি নাজমুল হাসান সবসময় দেশ ছাড়ার আগে ক্রিকেটারদের সঙ্গে যান না। তবে আজকের পরিস্থিতিটা ভিন্ন, সাকিব আল হাসান নিষিধ হয়ে যাওয়ায় হঠাৎ করে বাংলাদেশের ক্রিকেট টালমাটাল। খেলোয়াড়দের ফোকাস নড়ে যাওয়ার শংকা থাকে ভালোমতোই, আজ তাই ভারতের উদ্দেশে রওনা হওয়ার আগে সবাইকে উৎসাহ দিলেন। মুশফিক-মাহমুদউল্লাহরাও দিল্লির বিমানে ওঠার আগে বলে গেলেন, সাকিব না থাকার চ্যালেঞ্জটা নিতে হবে তাদের।
ভারতকে তাদের মাঠে যে কোনো ফরম্যাটে হারানো ক্রিকেটের কঠিনতম কাজগুলোর যে একটি, সেটি নিয়ে তর্কের সুযোগ খুব বেশি নেই। এবারের সিরিজের আগে ক্রিকেটারদের মনযোগ মাঠেই রাখাই ছিল কঠিন। ১৩ দফা দাবি নিয়ে ধর্মঘটে কদিন বন্ধ ছিল অনুশীলন। ক্যাম্প শুরু হওয়ার পর সাকিব-ইস্যুতে আবার আরেক দফা তোলপাড়। এর মধ্যেই অবশ্য দুইটি অনুশীলন ম্যাচ খেলেছে দল, নতুন স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরিও পরখ করে দেখেছেন কয়েকজনকে। তবে শেষ মুহূর্তে সাকিব ছিটকে যাওয়ায় বাংলাদেশ দলের শক্তি কমে গেছে অনেকটাই। সেই সঙ্গে গত কদিনের মানসিক ধাক্কাটা দল কতটা সামলে নিতে পারবে, প্রশ্ন সেটাই।
এই দলের বড় ভরসা মুশফিকুর রহিম এখন সাকিবের না থাকাটা অন্যভাবে দেখতে চাইছেন, ‘সাকিবের সঙ্গে অনেকবছর যাবত খেলছি, অবশ্যই তাকে মিস করব। সে নাম্বার ওয়ান প্লেয়ার, তাঁকে ছাড়া খেলা অবশ্যই কঠিন। নতুন যারা আছে তাঁদের জন্য ভালো সুযোগ। সাকিব যদি ব্যান না হয়ে ইনজুরি হতো এক বছরের জন্য, শুধু সাকিব না আমিও এক বছরের জন্য দলের বাইরে থাকতে পারতাম, সেটা তরুণদের জন্য ভালো সুযোগ।’
ভারতের সঙ্গে চ্যালেঞ্জটা অনেক বড় সেটা মেনে সবার কাছে আশীর্বাদও চাইলেন, ‘ওদের ঘরের মাঠে খেলতে নামলে চ্যালেঞ্জ তো থাকেই। আর চ্যালেঞ্জ থাকলেই ভালো করার সুযোগ থাকে। আমি সবার কাছে দোয়া চাচ্ছি, শুধু আমার জন্য না সাকিবের জন্যও। ও যেন আর ভালোভাবে ফিরে আসতে পারে।’
টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহকে গত দেড় বছরে কয়েকবারই আপৎকালীন অধিনায়কের দায়িত্ব পালন করতে হয়েছে। তবে এবারের চ্যালেঞ্জ তার জন্য সম্ভবত সবচেয়ে কঠিন। বাস্তবতা মেনে নিয়েও আশার কথা বললেন, ‘পরিসংখ্যান তো তাই বলে (ভারত সফরই সবচেয়ে কঠিন)। শেষ ১১-১২টা সিরিজে তো ওরা অপরাজেয়। অনেক কঠিন কাজ, একই সঙ্গে কঠিন কিছু না। দল হিসেবে আমাদের অনেক ভালো খেলতে হবে। প্রতিটি সুযোগ যে শতভাগ কাজে লাগাতে পারি সেটা নিশ্চিত করতে হবে। তাহলে আমার ম্যাচ জিততে পারব ইনশাআল্লাহ।’
মুশফিকের মতো সাকিবের জন্য ব্যথিত মাহমুদউল্লাহও, 'অবশ্যই, আমি মনে করি সে বাংলাদেশ ক্রিকেটের অনেক বড় অংশ। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমার মনে হয় সবাই ব্যথিত ওর জন্য। কারণ আমরা সবাই জানি ও কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের দলের জন্য। হয়তো সে ভুল করেছে, কিন্তু কোনো অপরাধ করেনি। আমাদের সবার সমর্থন সাকিবের সঙ্গে আছে। আগে যেভাবে সাকিবকে ভালবাসতাম, এখনও সেভাবে ভালবাসব। আমাদের সবার কাজ হচ্ছে খেলা এবং দেশের জন্য জান দিয়ে খেলা। এটাই আমরা চেষ্টা করব। এবং সবাই হয়তো বিষয়টি প্রেরণা হিসেবেই নেবে।’