সাকিব-তামিম না থাকলেও ভারতকে এগিয়ে রাখছেন না সাহা
দুই বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। এই কারণে দলের সাথে ভারতেও যাওয়া হয়নি তার। অন্যদিকে পারিবারিক কারণে সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম ইকবাল। সবচেয়ে অভিজ্ঞ দুই ক্রিকেটারকে ছাড়া ভারতের মাটিতে কেমন করবে বাংলাদেশ? ভারতীয় উইকেটকিপার ঋধিমান সাহা ইন্ডিয়ান টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে বলছেন, সাকিব-তামিম না থাকলেও বাংলাদেশের বিপক্ষে বাড়তি সুবিধা পাবে না ভারত।
আরও পড়ুনঃ ইডেনের দিবারাত্রির টেস্টের জন্য ৭২টি এসজি বল আনছে ভারত
সাকিব-তামিমের অনুপস্থিতিতে ভারতকে এগিয়ে রাখতে নারাজ সাহা, ‘সাকিব তামিম নেই মানে এই না যে আমরা ম্যাচ শুরুর আগেই দুই উইকেট নিয়ে ফেলেছি, তৃতীয় উইকেট থেকে শুরু করতে হবে। ম্যাচ কখনো কাগজে কলমে হয় না, মাঠে হয়। তাদের দলে কে আছে আর কে নেই, সেটা নিয়ে আমরা ভাবব না। আমাদের লক্ষ্য দুই টেস্টেই তাদের ২০ উইকেট তুলে নেওয়া ও স্কোরবোর্ডে যত বেশি সম্ভব রান তোলা।’
জাতীয় দলের সদস্যদের মাঝে গোলাপি বলে খেলার অভিজ্ঞতা আছে শুধু সাহা ও মোহাম্মদ শামির। সাহা জানালেন গোলাপি বলে কী কী সমস্যার সম্মুখীন হতে পারে ভারত, ‘স্কোয়াডের মাঝে আমি আর শামিই শুধু গোলাপি বলে খেলেছি, সেটাও আবার তিন বছর আগে। নিয়মিত খেললে এই ব্যাপারে অভিজ্ঞতা আরও বেশি থাকতো। প্রথম প্রথম আপনার চোখ গোলাপি বল খুঁজে নিতে পারবে না সহজে। আমাদের হাতে সময়ও বেশি থাকবে না এই ব্যাপারে অনুশীলন করার জন্য। তবুও আমরা এটার সাথে মানিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টাই করব।’
আরও পড়ুনঃ টি-টোয়েন্টি বিশ্বকাপসহ যা যা মিস করবেন সাকিব
ফ্লাডলাইটের নিচে শামিরাই সবচেয়ে বেশি কার্যকরী হবেন, মানছেন সাহা, ‘আমাদের পেসাররা দারুণ ফর্মে আছে। যেকোনো কন্ডিশনেই তারা প্রতিপক্ষের ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। এটা আমাদের দলের জন্য অনেক বড় একটা সুবিধা। ফ্লাডলাইটের নিয়ে তারা আরও ভয়ংকর হয়ে উঠবে এটাই আশা করছি।’