• বাংলাদেশের ভারত সফর
  • " />

     

    লিটনের মাস্ক-এ আবার আলোচনায় দিল্লীর বায়ুদূষণ

    লিটনের মাস্ক-এ আবার আলোচনায় দিল্লীর বায়ুদূষণ    

    দুদিন পর দিল্লীতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ-ভারতের। এরই মাঝে এ ম্যাচ দিল্লি থেকে সরিয়ে নিতে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির কাছে চিঠি পাঠিয়েছিল ভারতের পরিবেশবাদীরা। তেমন কোনও সিদ্ধান্ত আসেনি এখনও, এদিকে ৩১ অক্টোবরও টানা তৃতীয় দিন বায়ুদূষণের কবল থেকে রক্ষা পায়নি ভারতের রাজধানী শহর। এদিন বাংলাদেশ দলের অনুশীলনে মাস্ক পরে আলোচনা উসকে দিয়েছেন লিটন দাস। 

    ৩০ অক্টোবর ঢাকা থেকে দিল্লীতে গিয়ে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ৩১ অক্টোবর ম্যাচ ভেন্যু অরুন জেটলি স্টেডিয়ামে অনুশীলন করেছে তারা। সেখানেই লিটনকে মাস্ক পরতে দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল, এএনআই। অবশ্য তাদেরকে লিটন বলেছেন, “আমার কিছু ব্যক্তিগত সমস্যার কারণেই আমি সেটি পরেছিলাম। আমার ভাল বোধ হচ্ছিল না।” 
     


    ছবি/এএনআই


    ভারতের গণমাধ্যমগুলি বলছে, প্রথম টি-টোয়েন্টির আগে ইনডোরে অনুশীলনের পরিকল্পনা রয়েছে রোহিত শর্মার দলের। ১ ও ২ নভেম্বর তাদের অনুশীলন রাখা হয়েছে ঐচ্ছিক। এদিকে বিসিসিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ম্যাচ আয়োজনে সমস্যা হবে না বায়ুদূষণের কারণে, “রাতে ম্যাচ হবে বলে তেমন কোনও বড় সমস্যা হওয়ার কথা নয়”, জানিয়েছে তাদের এক সূত্র। “আবহাওয়া ভাল না হলে অনুশীলন ঐচ্ছিক থাকবে। মৌসুমটা খুব ‘ফ্রেশ’ নয়, এবং ক্রিকেটাররা খেলার মধ্যেই আছে। দীপাবলির বিরতির পর তাদের জিম সেশনই যথেষ্ট।” 

    ভারতের অন্যতম বড় উৎসব দীপাবলির পর থেকে বায়ুদূষণের হার বেড়ে গেছে দিল্লীতে। চিকিৎসকরা বিশেষ করে সকাল ও সন্ধ্যার দিকে বেশ কিছু সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সেখানে চলাফেরা করার ক্ষেত্রে। 

    এদিকে ভারতের সাবেক ব্যাটসম্যান ও বর্তমানে ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির এমপি গৌতম গম্ভীর বলেছেন, কোনও ক্রিকেট ম্যাচ নয়, বরং সবচেয়ে বড় চিন্তার বিষয় হওয়া প্রয়োজন বায়ুদূষণই, “দিল্লীর মানুষের চেয়ে বড় কোনও ক্রিকেট ম্যাচ বা খেলার ইভেন্ট হতে পারে না। আমার মনে হয় না এ ম্যাচ এখানে হওয়া উচিৎ, যতক্ষণ না দূষণের মাত্রা নিয়ন্ত্রণে আসে। দিল্লীর মানুষদের সবচেয়ে বড় সমস্যা এখন এই দূষণ।”