• বাংলাদেশের ভারত সফর
  • " />

     

    সাকিব-শুন্যতা মেনে নিয়েই সামনের দিকে তাকাচ্ছেন মাহমুদউল্লাহ

    সাকিব-শুন্যতা মেনে নিয়েই সামনের দিকে তাকাচ্ছেন মাহমুদউল্লাহ    

    মাহমুদউল্লাহর জন্য অধিনায়ক হয়ে সংবাদ সম্মেলনে আসাটা নতুন কোনো অভিজ্ঞতা নয়। সাকিব আল হাসানের বদলে অত বছর দিয়েকে বেশ কয়েকবারই বদলি অধিনায়কের দায়িত্ব নিতে হয়েছে, সাফল্যের পাশাপাশি দেখেছেন ব্যর্থতাও। তবে ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজের আগে তাকে কথা বলতে হলো সাকিবকে নিয়েই। সবকিছুর পরে মাহমুদউল্লাহ বলেছেন, সাকিবের শুন্যতা একপাশে রেখেই সামনে তাকাচ্ছেন। এবং নতুনদের সেই শুন্যতা পূরণ করার সামর্থ্য আছে বলেই তিনি বিশ্বাস করেন।

    দেশ ছাড়ার আগেই বিমানবন্দরে মাহমুদউল্লাহ বলে গিয়েছিলেন; সাকিব ভুল করেছেন, অপরাধ করেননি। আজ দিল্লিতে সংবাদ সম্মেলনেও সেটা মনে করিয়ে দিলেন, ‘আমি আবারও বলছি, আমরা সাকিবকে ভালোবাসতাম, ভালোবাসি এবং ভালোবাসব। ও কোনো অপরাধ করেনি, তবে ভুল করেছে। পরের বার ড্রেসিংরুমে এলে ওকে আমরা জড়িয়ে ধরব।’

    ক্যারিয়ারের শুরু থেকেই মাহমুদউল্লাহ ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন সাকিবের সঙ্গে, সাকিবের সঙ্গে মনে রাখার মতো জুটিও আছে। মাহমুদউল্লাহ জানেন, সাকিব না থাকা মানে আসলে দুইজনকে হারিয়ে ফেলা। তবে বাস্তবতা হচ্ছে, এখন পরিকল্পনা করতে হচ্ছে সাকিবকে ছাড়াই। নতুনদের নিয়ে সেটা ভুলেই তাকাতে চান সামনে, ‘অবশ্যই সাকিবের মতো খেলোয়াড়ের শুন্যতা পূরণ করা কঠিন। একদিনে তো ও তৈরি হয়নি। তবে যা হওয়ার তা হয়ে গেছে। আমরা চেষ্টা করব কালকের ম্যাচটা জিততে। আমাদের মনযোগ এখন পুরোপুরি সেদিকেই।’

    সেজন্য ব্যাটিংয়ের ধারাবাহিকতা রাখার ব্যাপারেই বেশি মনযোগ দিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক,  ‘আমার মনে হয় আমাদের ব্যাটসম্যানদের আরও বেশি ধারাবাহিক হতে হবে। বোলারদের ডিফেন্ড করার মতো যথেষ্ট রান বোর্ডে জমা করতে হবে।’

    নতুনদের নিয়েও বেশ রোমাঞ্চিত অধিনায়ক। তবে মনে করিয়ে দিলেন, ‘বিপ্লব নতুনদের মধ্যে বেশ সম্ভাবনাময়। আমরা চেয়েছিলাম দলে যেন ভালো একজন রিস্ট স্পিনার থাকুক। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ও তার সম্ভাবনা দেখিয়েছে। তবে এবার ভারতের বিপক্ষে ওদের মাটিতে খেলতে হবে। ভারত দেশের মাটিতে কতটা দাপট নিয়ে খেলছে, সেটা সবাই জানে। তরুণদের জন্য এটা একটা সুযোগই আমি বলব।’

    ত্রিদেশীয় সিরিজে আলো ছড়ানো সাইফ উদ্দিনকেও এই সিরিজে পাচ্ছে না বাংলাদেশ। তবে মাহমুদউল্লাহ আস্থা রাখছেন পেসারদের অভিজ্ঞতার ওপর, ‘মোস্তাফিজ, শফিউল বেশ অভিজ্ঞ। আমার মনে হয় ওদের ওপর আমরা আস্থা রাখতে পারি।’