• বাংলাদেশ নারী দলের পাকিস্তান সফর
  • " />

     

    পাকিস্তানে হেরেই চলেছেন রুমানারা

    পাকিস্তানে হেরেই চলেছেন রুমানারা    

    পাকিস্তান নারী দল ৪৮.৫ ওভারে ২১৫ অলআউট

    বাংলাদেশ নারী দল ৪৭.৪ ওভারে ১৮৬ অলআউট

    ফল: পাকিস্তান ২৯ রানে জয়ী


    টি-টোয়েন্টি সিরিজের একটি ম্যাচেও জিততে পারেনি বাংলাদেশের মেয়েরা। লাহোরে ওয়ানডে সিরিজের শুরুটাও হলো হার দিয়ে। লাহোরে আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের মেয়েরা জয় পেয়েছে ২৯ রানে।

    ব্যাট করতে নেমে শুরুতে ৫৯ রান তুলে ফেলেছিলেন পাকিস্তানের দুই ওপেনার। ২১ রান করার পর সিদরা আমিন বোল্ড হয়ে যান ফাহিমা খাতুনের বলে। পরের ওভারেই স্বাগতিকদের বড় ধাক্কা দেন নাহিদা, ফিরিয়ে দেন জাভেরিয়া খানকে। এরপর অধিনায়ক বিসমাহ মারুফ নেমে রানের গতি বাড়ান। ৪৩ বলে ৩৯ রান করার পর বিসমাহ বোল্ড হয়ে যান জাহানারার বলে। ওমাইমা সোহেলের ২৭ বলে ২৯ ও আলিয়া রিয়াজের ৩৩ বলে ৩৫ রানে এরপর বাংলাদেশের ওপর চেপে বসে পাকিস্তান। সর্বোচ্চ ৬৮ রান করেন অবশ্য নাহিদা খান। শেষ দিকে দ্রুত কিছু উইকেট তুলে নেওয়ায় ২১৫ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন জাহানারা। তবে ৯ ওভারে ১৫ রান দিয়ে ২ উইকেট নিয়ে মূল কাজটা করেছেন নাহিদা।

    এই রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই মুর্শিদা খাতুনকে হারিয়ে ফেলে বাংলাদেশ। এক ওভার পর ফিরে যান সানজিদাও। শারমিন আক্তারও তেকেননি বেশিক্ষণ, আউট হয়ে গেছেন ২০ রান করে। ফারজানার ২৭ ও রুমানার ২৮ পরিস্থিতির দাবি মেটাতে পারেনি, দুজনেই আউট হয়ে গেছেন গুরুত্বপূর্ণ সময়ে। একমাত্র নিগার সুলতানাই যা একটু চেষ্টা করেছিলেন, ৭৭ বলে ৫৮ রান করেছিলে। কিন্তু শেষ দিকে রান রেটের গতির সঙ্গে পাল্লা দিতে পারেননি। সালমার ১৪ বলে ২০ রানের ইনিংসটা তাই কাজে আসেনি। ৪৭.৪ ওভারে ১৮৬ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশের মেয়েরা।