'এমন পারফরম্যান্সের কথা স্বপ্নেও ভাবিনি'
ম্যাচের শুরুতে ভারতকে জোড়া উইকেট এনে দিয়েছিলেন দীপক চাহার। দলের যখন উইকেটে সবচেয়ে প্রয়োজন, ঠিক সেই সময় আবার চাহারকেই আক্রমণে ফেরালেন রোহিত শর্মা। অধিনায়কের ভরসার প্রতিদানও দিয়েছেন তিনি। ম্যাচের শেষভাগে তুলে নিয়েছেন হ্যাটট্রিকও। ৭ রানে ৬ উইকেট নিয়ে ভারতের সিরিজ জয়ের নায়ক তাই চাহারই। বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের পর চাহার বলছেন, এরকম পারফরম্যান্সের কথা তিনি স্বপ্নেও কোনোদিন ভাবেননি।
আরও পড়ুনঃ দুবে আর 'রেকর্ডময়' চাহারে ম্লান নাইমের স্বপ্নের ইনিংস
ভারতের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক পেয়েছেন চাহার। ৭ রানে ছয় উইকেট নিয়ে টি-টোয়েন্টির সেরা বোলিং ফিগারও এখন তারই। চাহার জানিয়েছেন, নিজের সপ্তম ম্যাচেই এমন কিছু করবেন সেটা কখনোই ভাবেননি তিনি, ‘রোহিত চেয়েছিলেন আমি যেন গুরুত্বপূর্ণ ওভারগুলো করি। টিম ম্যানেজমেন্টও এটাই চেয়েছিল। আমি এরকম কিছু করে ফেলব সেটা স্বপ্নেও কল্পনা করিনি। শৈশব থেকে যে কঠোর পরিশ্রম করে আসছি সেটার ফল পেয়েছি।’
বেশি সামনের দিকে না তাকিয়ে প্রতিটা বলেই মনোযোগ দিয়েছিলেন চাহার, ‘আমি নিজের স্পেলের শুরু থেকেই শুধু ঐ ওভারেই মনোযোগ দিয়েছি। সামনের ওভারে কী হবে সেটা নিয়ে ভাবিনি। পুরো স্পেলজুড়েই এমনটা করেছি।’