• জাতীয় ক্রিকেট লিগ
  • " />

     

    নাসিরের ১৬১*, রকিবুলের ৮০, রংপুর-ঢাকা ড্র

    নাসিরের ১৬১*, রকিবুলের ৮০, রংপুর-ঢাকা ড্র    

    ১ম স্তর 
    রংপুর ১ম ইনিংস ২৩৪ (শুভ ৫৭, নাসির ৭০, নাজমুল ৫/৬৫) ও ২য় ইনিংস ২৭১/৯ ডিক্লে. (নাসির ১৬১*, শাহাদাত ২/২৪))
    ঢাকা ১ম ইনিংসে ২২২ (মজিদ ৫২, রকিবুল ৬৭, মুকিদুল ৫/৩৭) ও ২য় ইনিংস ১৭৬/৪ (রকিবুল ৮০)
    ম্যাচ ড্র



    নাসির হোসেনের অপরাজিত ১৬১ রানের জবাবে রকিবুল হাসান করলেন ৮০, ঢাকা-রংপুরের ম্যাচ শেষ পর্যন্ত হলো ড্র-ই। ২৪.১ পয়েন্ট নিয়ে এখন খুলনার পর দুইয়ে ঢাকা, ১১.৭২ পয়েন্ট নিয়ে সবার নিচেই থাকলো রংপুর। প্রথম স্তর থেকে অবনমন ভালভাবেই চোখ রাঙাচ্ছে এখন তাদের। 

    ৫ উইকেটে ২০০ রান নিয়ে এদিন ব্যাটিং শুরু করেছিল রংপুর। আগের দিনের স্কোরের সঙ্গে তারা যোগ করেছে আরও ৭১ রান, যার মধ্যে ৫৭ রানই করেছেন নাসির। সকালে দ্রুতই নাঈম ইসলাম ফিরেছিলেন, এরপর বাকি চার ব্যাটসম্যান মিলে করেছেন ৫ রান। ২৭১ রান করে ইনিংস ঘোষণা করে দিয়েছিল রংপুর।  

    নাসির ১৬১ রান করতে খেলেছেন ২৮৩ বল, ১৯টি চারের সঙ্গে মেরেছেন ১টি ছয়। শাহাদাত হোসেন, সালাউদ্দিন শাকিল, আরাফাত সানি জুনিয়র ও তাইবুর রহমান ঢাকার হয়ে নিয়েছেন ২টি করে উইকেট। 

    ২৮৪ রানের লক্ষ্যে ইনিংসের পঞ্চম বলেই জয়রাজ শেখকে হারিয়ে ফেলে ঢাকা। এরপর ৪০ ও ২৪ রানের দুটি জুটির পর ফিরেছেন সানি ও আব্দুল মজিদও। ৬৮ রানে ৩ উইকেট নিয়ে একটু আশা হয়তো পাচ্ছিল রংপুর, তাইবুরের সঙ্গে রকিবুলের ৭৭ রানের জুটিতে সে আশা ফুরিয়ে গেছে তাদের। তাইবুর ২৪ রান করে ফিরলেও শেষ পর্যন্ত ১৭৩ বল খেলে ৫ চার ও ২ ছয়ে ৮০ রানে অপরাজিত ছিলেন রকিবুল। ৩৬ বলে ৮ রানের ইনিংসে শুভাগত হোম শেষে গিয়ে সমর্থন দিয়েছেন তাকে। 

    রংপুরের মুকিদুল ইসলাম, আলাউদ্দিন বাবু, রিশাদ হোসেন ও নাসির নিয়েছেন একটি করে উইকেট। অপরাজিত সেঞ্চুরির সঙ্গে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন নাসির।