• জাতীয় ক্রিকেট লিগ
  • " />

     

    রুয়েলের রেকর্ড-গড়া দিনে রাব্বির ১৪১

    রুয়েলের রেকর্ড-গড়া দিনে রাব্বির ১৪১    

    ২য় স্তর, বগুড়া
    চট্টগ্রাম ১ম ইনিংস ১০৬ (রুয়েল ৮/২৬, শুক্কুর ২১)
    সিলেট ১ম ইনিংস ১৮৬/৫* (অমিত ৫৫, ইরফান ৪/৭৬)


    বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে পেসারদের সেরা বোলিংয়ের নতুন রেকর্ড গড়েছেন সিলেটের রুয়েল মিয়া। ১৮ বছর বয়সী বাঁহাতি পেসার নিজের ক্যারিয়ারের মাত্র তৃতীয় ম্যাচেই ২৬ রানে নিয়েছেন ৮ উইকেট। ২০১২-১৩ মৌসুমে রংপুরের বিপক্ষে ঢাকা মেট্রোর তালহা জুবাইরের ৩৫ রানে ৮ উইকেটের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। রুয়েলের তোপে প্রথম ইনিংসে ১০৬ রানেই গুটিয়ে গেছে চট্টগ্রাম।

    টসে হেরে ব্যাটিংয়ে নামা চট্টগ্রাম প্রথম উইকেট হারিয়েছিল অবশ্য ইমরান আলির বলে, এলবিডব্লিউ হয়েছিলেন সাদিকুর রহমান। পরপর দুই ওভারে পিনাক ঘোষ ও আলভি হককে ফিরিয়ে বরিশালকে রুয়েল পরিণত করেছিলেন ১৪ রানে ৩ উইকেটে। পিনাক দিয়েছেন উইকেটকিপারকে ক্যাচ, আলভি হয়েছেন বোল্ড। তাসামুল হক ও ইরফান শুক্কুর বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন, তাদের ৪১ রানের জুটি ভেঙেছেন রেজাউর রহমান, শুক্কুরকে বোল্ড করে। 


    বাংলাদেশের ঘরোয়া প্রথম শ্রেণিতে পেসারদের সেরা বোলিং
    ৮-২৬ রুয়েল মিয়া, সিলেট-চট্টগ্রাম, ২০১৯-২০ 
    ৮-৩৫ তালহা জুবাইর, ঢাকা মেট্রো-রংপুর, ২০১২-১৩ 
    ৮-৬৭ সৈয়দ রাসেল, খুলনা-বরিশাল, ২০০৩-০৪
    ৮-৬৯ ওয়াসকুরুনি আহমেদ, চট্টগ্রাম-রাজশাহী, ২০০৪-০৫
    ৮-৮৬ শফিউদ্দিন আহমেদ, চট্টগ্রাম-রাজশাহী, ২০০১-০২


    এরপরের গল্প শুধুই রুয়েলের। ৩৪ রানের ব্যবধানে শেষ ৬ উইকেট হারিয়েছে চট্টগ্রাম, সবকটিই নিয়েছেন রুয়েল। তাসামুল হক দিয়েছেন ক্যাচ, সাজ্জাদুল হক হয়েছেন এলবিডব্লিউ। এরপর ইরফান হোসেন, সাখাওয়াত হোসেন ও রনি চৌধুরি- সবাই রুয়েলের বলে হয়েছেন বোল্ড। ১৪.১ ওভার, ৪ মেইডেন, ২৬ রান, ৮ উইকেট- ১৯তম জন্মদিনের এক সপ্তাহ আগে দিনটা স্বপ্নের মতো কেটেছে রুয়েলের। 

    প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে অমিত হাসানের ৫৫ ও অলক কাপালির ৪১ রানে ভর করে ৫ উইকেট হারিয়ে সিলেট তুলেছে ১৮৬ রান। চতুর্থ উইকেটে এ দুজন তুলেছিলেন ৬৩ রান। ৭৬ রানে ৪ উইকেট নিয়েছেন চট্টগ্রাম পেসার ইরফান। একটি নিয়েছেন সাজ্জাদুল হক। 

    ****

    ২য় স্তর, বরিশাল
    বরিশাল ১ম ইনিংস ৩৩৮/৬* (রাব্বি ১৪১, সালমান ৬৯*, তাসকিন ২/৪০) বনাম ঢাকা মেট্রো


    ফজলে মাহমুদ রাব্বির বড় সেঞ্চুরির সঙ্গে সালমান হোসেনের অপরাজিত ফিফটি ও শাহরিয়ার নাফীসের ৪৪ রানে ভর করে ঢাকা মেট্রোর বিপক্ষে বড় সংগ্রহের পথে এগুচ্ছে বরিশাল। ৯০ ওভারে ৩.৭৫ হারে প্রথম দিনই তারা তুলে ফেলেছে ৩৩৮ রান, হারিয়েছে ৬ উইকেট। 

    টসে জিতে ব্যাটিং নিয়েছিল বরিশাল, প্রথম দুই জুটিতে উঠেছিল ৪০ ও ৪৩ রান। এরপর ১৮ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে তারা পরিণত হয়েছিল ৪ উইকেটে ১০১ রানে। ৫ম উইকেটে সোহাগ গাজিকে নিয়ে ৫১, ৬ষ্ঠ উইকেটে সালমানকে নিয়ে ১২৮ রান যোগ করে ইনিংস গড়ার মূল কারিগরের ভূমিকা পালন করেছেন রাব্বি। 

    শুরু থেকেই এই বাঁহাতি ছিলেন বেশ আক্রমণাত্মক, ৫১ বলেই ফিফটি পূরণের পর তিন অঙ্ক ছুঁয়েছেন ১১৫ বলে। আল-আমিনের বলে ক্যাচ দেওয়ার আগে ১৬৮ বলে করেছেন ১৪১ রান, ১০ চারের সঙ্গে মেরেছেন ৮টি ছয়। 

    দিনশেষে সালমান অপরাজিত আছেন ৬৯ রানে, তার সঙ্গী মইন খানের রান ৩৮।