'গোলাপি টেস্টের' উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে...
আক্ষরিক অর্থেই এখন 'গোলাপী এখন ইডেনে'। বাংলাদেশ-ভারতের দিবারাত্রির টেস্ট উপলক্ষে এর মধ্যেই সাজ সাজ রব। ২০০০ সালে প্রথম তেস্টে খেলা সাবেক বাংলাদেশ ক্রিকেটাররা আজ বিকেলে উড়ে গেছেন কলকাতায়, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবি পোস্ট করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কলকাতার উদ্দেশে রওনা দেবেন। ইডেনে বিকেলে শুরু হয়ে গেছে উদ্বোধনী অনুষ্ঠানের মহড়া। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী নিজে থেকে তদারক করেছেন। কাল কী কী কর্মসূচি থাকছে সেটা জেনে নেওয়া যাক .
- সকালে পুলিশ ব্যান্ড শো
- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মাঠে প্রবেশ ও দুই দলের সঙ্গে পরিচিতি
- বিশেষ সোনার কয়েনে ১২.৩০ মিনিটে টস
- দুই দলের জাতীয় সংগীত
- বিসিসিআই প্রধান গাঙ্গুলী, বিসিবি প্রধান নাজমুল হাসা, শচীন টেন্ডুলকারসহ অন্যান্য অতিথিদের সামনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ঘণ্টা বাজিয়ে টেস্টের আনুষ্ঠানিক উদ্বোধন
-দুপুর একটায় খেলা শুরু
- সাপার ব্রেকে ভারতের পাঁচ কিংবদন্তির সংলাপ
-চা বিরতির সময় সোরেন্দু ও তার দলের যন্ত্রসংগীত পরিবেশন
-সাবেক অধিনায়ক ও অন্যান্য সাবেক ক্রিকেটারদের ল্যাপ অব অনার
-ম্যাচ শেষে রুনা লায়লার সংগীত পরিবেশনা, আমন্ত্রিত অতিথিদের বক্তব্য ও জিৎ গাঙ্গুলীর পারফরম্যান্স।