সংখ্যায় সংখ্যায় এল ক্লাসিকো
বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১টায় মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। দুই দলই ৩৫ পয়েন্ট নিয়ে লা লিগায় আছে যথাক্রমে এক ও দুই নম্বর। ন্যু ক্যাম্পে আরও একটি ক্লাসিকোর আগে পুরনো রেকর্ডগুলো ঝালাই করে নেওয়া যাক আরেকবার।
সর্বমোট প্রতিযোগিতামূলক ম্যাচ: ২৪২
বার্সেলোনার জয়: ৯৬
রিয়াল মাদ্রিদের জয়: ৯৫
ড্র: ৫১
লা লিগার ইতিহাস: ১৭৮
বার্সেলোনার জয়: ৭২
রিয়াল মাদ্রিদের জয়: ৭২
ড্র: ৩৪
সবচেয়ে বেশি ম্যাচ
মানোলো সানচিস, ফ্রান্সিস্কো গেন্তো, সার্জিও রামোস, জাভি হার্নান্দেজ (প্রত্যেকে ৪২ ম্যাচ)
সর্বোচ্চ গোলদাতা
লিওনেল মেসি (২৬ গোল)
সবচেয়ে বেশি অ্যাসিস্ট
লিওনেল মেসি (১৪ অ্যাসিস্ট)
সবচেয়ে বড় জয়
রিয়াল মাদ্রিদ ১১-১ বার্সেলোনা (জুন ১৯, ১৯৪৩)