• ফিফা ক্লাব বিশ্বকাপ
  • " />

     

    ফিরমিনোর শেষ মুহুর্তের গোলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে লিভারপুল

    ফিরমিনোর শেষ মুহুর্তের গোলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে লিভারপুল    

    ফুলটাইম
    মন্তেরে ১-২ লিভারপুল


    রবার্তো ফিরমিনো উদ্ধার করলেন লিভারপুলকে। ক্লাব কাপের সেমিফাইনালে মাঠে নামার ৫ মিনিট পর যোগ করা সময়ে গোল করে লিভারপুলকে ফাইনালে নিয়ে গেছেন ফিরমিনো। আগামী শনিবার ২১ ডিসেম্বর ক্লাব কাপের ফাইনালে ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোর বিপক্ষে খেলবে লিভারপুল।

    কাতারের দোহায় ম্যাচ জিততে লিভারপুলকে খাটতে হয়েছে পুরোটা সময়। ফিরমিনো মাঠে নেমেছিলেন ৮৫ মিনিটে। খেলা তখন গড়াচ্ছিল অতিরিক্ত সময়ের দিকে। তবে অঘটন আর ঘটতে দেননি ফিরমিনো, আরেক বদলি ট্রেন্ট অ্যালেক্সান্ডার আর্নল্ডের ক্রস গোলের কাছাকাছি জায়গা থেকে টোকা মেরে মন্তেরির জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।



    মেক্সিকোর ক্লাব মন্তেরির বিপক্ষে ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে গিয়েছিল লিভারপুল। নাবি কেইতা গোল করেছিলেন মোহামেদ সালাহর দারুণ এক থ্রু পাস থেকে। ইঞ্জুরি আর অসুস্থতার কারণে সেমিফাইনালেও একাদশে বেশ কিছু পরিবর্তন এনেছিলেন ইউর্গেন ক্লপ। আক্রমণ ভাগের ত্রয়ীদের ভেতর শুধুমাত্র সালাহ ছিলেন একাদশে। পরে অবশ্য বদলি হিসেবে নেমেছিলেন সাদিও মানেও।

    কেইতার ওই গোলের পর মন্তেরে ম্যাচে ফিরতেও সময় নেয়নি। সাবেক এভারটন ডিফেন্ডার রামিরো ফুয়েনস মরির ভাই রোগেলিও ফুয়েনস মরি ১৪ মিনিটেই গোল শোধ করে দিয়েছিলেন। সমতয়ায় থাকা ম্যাচে দুই অর্ধেই দারুণ দুইটি সুযোগ পেয়েও কাজে লাগানো হয়নি মন্তেরের। নইলে ম্যাচটা লিভারপুলের কাছথেকে ছিনিয়েও নিতে পারত তারা।

    ক্লপ মূল দল নিয়ে ক্লাব বিশ্বকাপে অংশ নিতে কাতার গিয়েছিলেন আগেই। গত রাতেও লিভারপুলের দ্বিতীয় দল অংশ নিয়েছিল ইংলিশ লিগ কাপের ম্যাচে। সে ম্যাচে জেতা না হলেও, লক্ষ্য আপাতত পূরণ হয়েছে ক্লপের। এই নিয়ে চতুর্থবারের মতো ক্লাব বিশ্বকাপে ফাইনালে খেলবে লিভারপুল। বিস্ময়করভাবে একবারও এই শিরোপা জেতা হয়নি ৬ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের।

    প্রথম সেমিফাইনালে আল হিলালিকে হারিয়ে আগেই জায়গা নিশ্চিত করে রেখেছিল ফ্লামেঙ্গো। অনুমিতভাবেই তাই ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন মুখোমুখি হচ্ছে ফাইনালে। এর আগে ১৯৮১ সালেও লিভারপুল-ফ্লামেঙ্গো খেলেছিল ইন্টার কন্টিনেন্টাল কাপের ফাইনালে। সেবার জিকোয়ার ক্লাবের কাছে হেরেছিল লিভারপুল।