• ফেডারেশন কাপ
  • " />

     

    শেখ জামালকেও আটকে দিল রহমতগঞ্জ

    শেখ জামালকেও আটকে দিল রহমতগঞ্জ    

    ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা ভালোভাবেই বাঁচিয়ে রাখল রহমতগঞ্জ। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ১-১ গোলে ড্র করেছে তারা। এর আগে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষেও গোলশূন্য ড্র করেছিল রহমতগঞ্জ। দুই ম্যাচ থেকে তাই তাদের সংগ্রহ ২ পয়েন্ট।



    গ্রুপের শেষ ম্যাচে শুক্রবার সাইফ স্পোর্টিং খেলবে শেখ জামালের বিপক্ষে। ড্র বাদে যে কোনো ফল হলেই কোয়ার্টার ফাইনালে উঠে যাবে রহমতগঞ্জ।

    বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাড়মেড়ে প্রথমার্ধের পর দুইটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৬১ মিনিটে মামুদু বাহসের শট শেখ জামাল গোলরক্ষক জিয়াউর রহমান ঠেকিয়ে দিলেও ডিফেন্ডার কামারা ইউনুসা ডান পায়ের কোনাকুনি শটে বল ঢুকিয়ে দেন জালে। শেখ জামালকে চমকে দিয়ে ম্যাচে এগিয়ে যায় রহমতগঞ্জ।

    তবে পিছিয়ে পড়ার পর আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে শেখ জামাল। ৭৫ মিনিটে সমতাসূচক গোলও পেয়ে যায় তারা।  মোজাম্মেল হোসেনের পাস থেকে গোল করেন অসগি মানডে।