সেদিনের এই দিনে: ৯১-এ থামলেন মেসি
লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদোর দ্বৈরথটা শুরুই হয়েছিল পাল্লা দিয়ে গোল করার মধ্য দিয়েই। প্রতি বছরই গোলের পরিসংখ্যানটা সমানে সমান হলেও ২০১২-তে রোনালদো সহ সবাইকে ছাড়িয়ে গিয়েছিলেন মেসি। রীতিমত অপ্রতিরোধ্য মেসি ভেঙে দিয়েছিলেন গার্ড মুলারের এক বছরে সর্বোচ্চ গোলের রেকর্ড (৮৫)।
আজকের এই দিনে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে বছরে নিজের ৯১তম গোল করেছিলেন মেসি। ‘ডের বম্বার’-এর রেকর্ড মেসি ভেঙে দিয়েছিলেন সপ্তাহ দুয়েক আগে, রিয়াল বেটিসের বিপক্ষে। মুলারের ১৯৭২-এর রেকর্ড সেদিন থেকে আর্জেন্টাইন ফরোয়ার্ডেরই।
২০১২ সাল মেসি শুরু করেছিলেন ওসাসুনার বিপক্ষে জোড়া গোল করে। ৯১ গোল করতে মেসির লেগেছিল ৬৯ ম্যাচ। অর্থাৎ গড়ে প্রতি ৬৬ মিনিটে জাল খুঁজে পাচ্ছিলেন ‘লিও’। বার্সেলোনার হয়ে ৬০ ম্যাচে মেসি গোল করেছিলেন ৭৯টি, আর আর্জেন্টিনার হয়ে ৯ ম্যাচে লক্ষ্যভেদ করেছিলেন ১২বার।
বছরে লা লিগায় ৩৮ ম্যাচে মেসির গোলসংখ্যা ছিল ৫৯, চ্যাম্পিয়নস লিগে ১২ ম্যাচে করেছিলেন ১৩ গোল। ২০১২-তে জোড়া গোল করেছিলেন ২০বার, হ্যাটট্রিক করেছিলেন ৯টি। এছাড়াও চ্যাম্পিয়নস লিগে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে এক ম্যাচে পাঁচ গোলও করেছিলেন মেসি।