• লা লিগা
  • " />

     

    লিভারপুলকে হারাতে পারলে কোপা ডেল রে ফাইনালও জিতত বার্সেলোনা: ভালভার্দে

    লিভারপুলকে হারাতে পারলে কোপা ডেল রে ফাইনালও জিতত বার্সেলোনা: ভালভার্দে    

    গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল প্রথম লেগে ন্যু ক্যাম্পে লিভারপুলকে ৩-০ গোলে হারানোর পর ফাইনালে যাওয়ার জন্য ফেভারিট ছিল বার্সেলোনাই। কিন্তু অ্যানফিল্ডে ৪-০ গোলের হারে বিদায় নিতে হয়েছিল কাতালানদের। লা লিগা জিতলেও পরের মাসে ভ্যালেন্সিয়ার কাছে কোপা ডেল রে ফাইনালও হেরে যায় বার্সেলোনা। স্প্যানিশ চ্যাম্পিয়নদের ম্যানেজার এর্নেস্তো ভালভার্দে মনে করেন; অ্যানফিল্ডে লিভারপুলকে হারাতে পারলে কোপা ফাইনালও জিততে পারত তার দল।

     

     

    বার্সেলোনার ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে ভালভার্দে জানিয়েছেন; লিভারপুল ম্যাচের আগে চ্যাম্পিয়নস লিগে সবকিছুই ছিল তাদের অনুকূলে, 'অ্যানফিল্ডে ম্যাচের আগ পর্যন্ত সেবারের চ্যাম্পিয়নস লিগে আমরাই ছিলাম সেরা দল। লিভারপুলকে তিন গোলে হারানো সহজ কথা নয়। তাদের মাঠেও প্রথমার্ধে গোলের বেশকিছু সুযোগ পেয়েছিলাম, কিন্তু মানসিকভাবে সবাই-ই আগের বছর রোমের ম্যাচটির কথাই ভাবছিল। এটাই আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। লিভারপুলের কাছে হারটি বছরের অন্যতম কঠিন মুহূর্ত ছিল আমাদের জন্য। লিভারপুলের বিপক্ষে হারের কারণে কোপা ডেল রে ফাইনালের আগে আমরা মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম।  অ্যানফিল্ডে লিভারপুলকে হারাতে পারলে কোপার ফাইনালও জিততাম আমরা।'

    নতুন বছর শুরু করার আগে ভালভার্দে জানালেন; সব ম্যাচই জয়ের জন্য খেলবে বার্সেলোনা, 'লা লিগার শীর্ষে থেকেই বছর শেষ করেছি আমরা। কিন্তু এখনও অনেক ম্যাচ বাকি। এই মৌসুমে ম্যাচ জেতা আরও চ্যালেঞ্জিং, লা লিগার প্রত্যেকটি দল শক্ত প্রতিপক্ষ। আমাদের সতর্ক থাকতে হবে। বিশেষ করে কয়েক মিনিটের মধ্যে দু'গোল হজম করা থেকে বিরত থাকতে হবে যেকোনোভাবেই।'