প্রথম সংবাদ সম্মেলনে নতুন বার্সেলোনা ম্যানেজার সেতিয়েনের যত কথা
রাত জাগার অভ্যাস না থাকলে হয়তো ১৪ জানুয়ারি সকালে উঠেই বার্সেলোনা ম্যানেজার এর্নেস্তো ভালভার্দের বরখাস্ত হওয়ার খবরে কিছুটা চমকে গেছেন আপনি। তার চেয়েও হয়তো বেশি অবাক হয়েছেন ভালভার্দের বিকল্প হিসেবে সাবেক রিয়াল বেটিস ম্যানেজার কিকে সেতিয়েনকে বার্সেলোনার দলে ভেড়ানোর খবরে। জাভি হার্নান্দেজ, রনাল্ড কোমেনদের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত অপিরিচিত সেতিয়েনেই ভরসা রেখেছে কাতালানরা।
বার্সেলোনার ম্যানেজারকে দেখে আপনার বিস্মিত হওয়াটা দোষের কিছু নয়। কারণ সেতিয়েন জানিয়েছেন, বার্সার ম্যানেজার হওয়ার খবরটি নিজেই বিশ্বাস করতে পারেননি! স্প্যানিশ চ্যাম্পিয়নদের ম্যানেজার হওয়ার পর ১৪ জানুয়ারি সংবাদ সম্মেলনে এসে নিজের বিস্ময়টাই প্রকাশ করেছেন সেতিয়েন, 'আমি স্বপ্নেও ভাবিনি আমি এখানে থাকব। গতকাল আমি আমার গ্রামের ক্ষেতে গবাদি পশুদের সাথে হাঁটছিলাম, আর এখন আমি বিশ্বসেরা ক্লাবের ফুটবলার কোচিং করাব। ভাবতেই অবাক লাগছে!'
বিস্ময়ের বলয় থেকে বেরিয়ে এসে বার্সেলোনা নিয়ে নিজের পরিকল্পনাও জানিয়েছেন সেতিয়েছেন। আশ্বস্ত করেছেন, বার্সার চিরপরিচিত পাসিং ফুটবলেই দল সাজাবেন তিনি, 'ফলাফল কী হবে- সে ব্যাপারে নিশ্চিত করতে পারছি না। কিন্তু দল ভাল খেলবে, এই গ্যারান্টি আমি নিচ্ছি। আমরা হয়তো খেলা গড়ার ক্ষেত্রে কিছু কিছু জিনিস বদলাতে পারি, কিন্তু ফুটবল দর্শন কখনও বদলাবে না। বার্সেলোনা বোর্ড সবসময়ই চায় দল যত বেশি সম্ভব শিরোপা জিতুক, কিন্তু ভাল খেলে জেতাই হবে আমাদের লক্ষ্য।'
ভালভার্দের অধীনে লা মাসিয়া থেকে খুব বেশি ফুটবলার একাদশে জায়গা করে নিতে পারেননি। সেতিয়েন জানিয়েছেন, একাডেমি থেকে ফুটবলারদের সুযোগ দেবেন তিনি, 'বার্সেলোনার একাডেমি বিশ্বমানের। লা মাসিয়ার ফুটবলাররাও দারুণ, তারাও মূল দলের সাথে সু্যোগ মিললেই অনুশীলন করতে পারবে। কেউ নিজেকে প্রমাণ করতে পারলে অবশ্যই সে মূল একাদশে সুযোগ পাবে।'
শুরুটা করেছিলেন বার্সেলোনার ম্যানেজার হওয়ার বিস্ময় দিয়ে, শেষটাও করলেন সে কথা ভেবেই, 'আমি কখনও ভাবিনি বার্সেলোনা আমাকে ম্যানেজার হিসেবে চাইবে। আমার সিভি খুব একটা সমৃদ্ধ নয়। আসলে এখনও বিশ্বাস হচ্ছে না আমার।' নিজের এবং দলের ব্যাপার ছাড়াও যার জায়গায় এসেছেন, সেই ভালভার্দেকেও ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি, 'আমি ভালভার্দেকে ধন্যবাদ জানাই কারণ তার থেকে আমি এমন এক বার্সেলোনাকে পেলাম, যারা লিগের শীর্ষে আছে।