এই মৌসুমে সব শিরোপাই জিততে পারে বার্সেলোনা: বুস্কেটস
ন্যু ক্যাম্পে গ্রানাডাকে ১-০ গোলে হারিয়ে জয় দিয়েই কিকে সেতিয়েন যুগ শুরু করেছে বার্সেলোনা। টেবিলের ১০ম স্থানে থাকা দলের বিপক্ষে ন্যূনতম ব্যবধানে জিতলেও পাস সংখ্যা, পজেশন দিয়ে নজর কেড়েছে সেতিয়েনের দল। গ্রানাডার বিপক্ষে দেখা মিলেছে বার্সার পুরনো সেই টিকিটাকার। প্রথম ম্যাচ শেষেই আত্মবিশ্বাসের তুঙ্গে আছে কাতালানরা। মিডফিল্ডার সার্জিও বুস্কেটস জানিয়েছেন, এই মৌসুমে স্বভাবয় সব শিরোপাই জিততে পারেন তারা।
ম্যাচ শেষে বুস্কেটস জানিয়েছেন; পাসিংয়ের দিকেই বেশি মনযোগী হতে বলেছিলেন সেতিয়েন, 'ম্যানেজার আমাদের বল ধরে রেখে আক্রমণ গড়ার দিকে বেশি মনযোগী হতে বলেছিলেন। কিকের (সেতিয়েন) এই দর্শন আমাদের খেলা আরও সহজ করে তুলেছে। নতুন করে কিছু শেখার চেয়ে নিজেদের শক্তির ওপরই জোর দিতে বলেছেন তিনি। সব মিলিয়ে তার প্রভাবটা বেশ ইতিবাচক। এভাবে খেললে এই মৌসুমে সব শিরোপাই জিততে পারি আমরা।'
যাকে নিয়ে এত কথা, সেই সেতিয়েন ম্যাচ শেষ বলেছেন; বার্সেলোনার পারফরম্যান্স ভাল হয়েছে, 'হয়তো প্রথমার্ধে আমরা তাদের আরও চাপে ফেলতে পারতাম। আসলে বাতাস এবং শুকনো টার্ফের কারণে বলও ঠিকমত পৌঁছাচ্ছিল না। শুরুর দিকে গোলের সুযোগ তেমন তৈরি করতে পারছিলাম না। গ্রানাডার জমাট রক্ষণের বিপক্ষে গোল করা বেশ বড় চ্যালেঞ্জই ছিল। রক্ষণ নিয়ে আমি বেশ সন্তুষ্ট। কারণ পুরো ম্যাচে গোলে মাত্র দু'বার শট নিয়েছিল তারা। এর মধ্যে একটি শট তারা নিতে পেরেছিল আমাদের ভুলে। এসব দিকে আমাদের মনযোগী হতে হবে। আমার মনে হয় সময়ের সাথে আমরা গোলমুখে আরও ভাল করতে পারব।'