রিয়ালকে 'দুঃসংবাদ' শোনাল বায়ার্ন-বার্সা
আগামী দুই মৌসুম নতুন করে কোনো খেলোয়াড় কিনতে পারবে না মাদ্রিদের দুই ক্লাব। বলাই বাহুল্য যে স্ব স্ব স্কোয়াডের শক্তি আরও বাড়িয়ে নিতে এই সুযোগটুকু বাড়তি পাওনা হয়ে আসবে ইউরোপের অন্য বড় ক্লাবগুলোর সামনে। আর বড় ক্লাবের নাম যখন বার্সেলোনা কিংবা বায়ার্ন মিউনিখ, তখন নতুনদের দলে ভেড়ানোর পাশাপাশি প্রশ্নটা নিজেদের সেরা সম্পদগুলো ধরে রাখারও।
আর সেজন্য প্রয়োজনীয় রসদের সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে মধ্যপ্রাচ্যের অর্থই হতে পারে সবচেয়ে বড় নিশ্চয়তা। সে বিষয়টি বিবেচনায় রেখেই কিনা কাতালান জায়ান্টরা কাতার এয়ারওয়েজ ও বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা দোহা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সাথে স্ব স্ব চুক্তির মেয়াদ লম্বা সময়ের জন্য বাড়িয়ে নিচ্ছে।
বার্সেলোনার জার্সিতে কাতার এয়ারওয়েজের নামটা আরও অন্তত চার বছরের জন্য শোভা পেতে যাচ্ছে। বিনিময়ে বিশ্বের অন্যতম বৃহৎ বিমান পরিবহণ প্রতিষ্ঠানটি ন্যু ক্যাম্পকে দেবে ২ কোটি ৪০ লাখ ইউরো। একই পরিমাণ অর্থ বায়ার্ন মিউনিখ পাবে তাঁদের ‘প্লাটিনাম’ স্পন্সর দোহা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছ থেকে। দুটো চুক্তিই পাকাপাকি হয়ে এখন কেবল আনুষ্ঠানিক স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে।
প্রসঙ্গত, বায়ার্ন মিউনিখ বিগত ছয় বছর ধরে তাঁদের শীতকালীন প্রাক-মৌসুম অনুশীলন দোহার অ্যাসপায়ার একাডেমীতে করে আসছে।
প্রতিশ্রুতিশীল নতুনদের দলে ভেড়ানোর পাশাপাশি বার্সা-বায়ার্নের মতো ক্লাবগুলোকে নিজেদের বড় তারকাদেরও মোটা অংকের অর্থের বিনিময়ে সন্তুষ্ট রাখতে হচ্ছে অন্য ক্লাবগুলোর লোভনীয় সব প্রস্তাবের প্রলোভন থেকে মুক্ত রাখতে। জার্মান জায়ান্টদের জন্য এই মুহুর্তে অন্যতম বড় সম্পদ রবার্ট লেভানডভস্কির দিকে হাত বাড়িয়েই রেখেছে রিয়াল মাদ্রিদ।
ওদিকে মেসি-নেইমার-সুয়ারেজদের ‘সুরক্ষিত’ রাখতে সদা তৎপর থাকতে হচ্ছে বার্সেলোনাকেও। এর পাশাপাশি লেভানডভস্কি, পগবা, গ্রিজম্যানকে পাবার প্রচেষ্টাও সমান তালে চালাতে হচ্ছে কাতালানদের।