• লা লিগা
  • " />

     

    ইকার ফর প্রেসিডেন্ট : স্পেনের ফুটবল ফেডারশনের প্রেসিডেন্ট পদে লড়বেন ক্যাসিয়াস

    ইকার ফর প্রেসিডেন্ট : স্পেনের ফুটবল ফেডারশনের প্রেসিডেন্ট পদে লড়বেন ক্যাসিয়াস    

    স্পেন বা রিয়াল মাদ্রিদের গোলবারের দায়িত্বটা সামলেছেন অতন্দ্র প্রহরীর মতো। ইকার ক্যাসিয়াস এবার নামছেন নতুন মিশনে। স্প্যানিশ ফুটবল ফেডারেশন, আরএফইএফের প্রেসিডেন্ট পদে লড়াই করার কথা নিশ্চিত করেছেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক। নিজের টুইটার আইডিতে দেওয়া এক বার্তায় এবার স্পেনের ফুটবলকে বিশ্বের শীর্ষে নিয়ে যাওয়ার আশা প্রকাশ করেছেন তিনি। 

    ২০১৫ সালে দীর্ঘদিনের ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে এফসি পোর্তোতে যোগ দিয়েছিলেন ক্যাসিয়াস। গত বছর সে ক্লাবের হয়ে অনুশীলনের সময়ই হার্ট অ্যাটাক হয়েছিল তার। পরের প্রাক-মৌসুম অনুশীলনে ফিরলেও আর খেলতে নামেননি তিনি। প্রেসিডেন্ট পদে লড়াইয়ের ঘোষণার পর কার্যত তার খেলোয়াড়ি জীবনের ইতি ঘটছে, যদিও প্রকাশ্যে এখনও অবসরের ঘোষণা দেননি তিনি। 

    তবে ফেডারেশনের প্রেসিডেন্ট পদে লড়াইয়ের ঘোষণার ক্ষেত্রে তিনি বলেছেন, “হ্যাঁ, নির্বাচনের ঘোষণা এলে আমি আরএফইএফের প্রেসিডেন্সির জন্য থাকব। সবাই মিলে আমরা স্পেনের ফুটবল ফেডারেশনকে বিশ্বসেরার পর্যায়ে নিয়ে যাব।” 

    এ ব্যাপারে পোর্তোকেও জানিয়ে দিয়েছেন তিনি, বলেছে মার্কা, “আমি আমার ক্লাব এফসি পোর্তোর প্রেসিডেন্টকে এ সিদ্ধান্তর ব্যাপারে জানিয়ে দিয়েছি। আমি তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই।” 

    স্পেনের ফুটবল ফেডারেশনে বর্তমান প্রেসিডেন্ট লুইস রুবিয়ালসের বিপক্ষে লড়তে হতে পারে ক্যাসিয়াসকে। অবশ মার্কা বলছে, তাদের এক জরিপে প্রায় ৯৪ শতাংশ পাঠক বেছে নেওয়ার ইচ্ছা পোষণ করেছেন ক্যাসিয়াসকে। 

    প্রার্থীতার ক্ষেত্রে ক্যাসিয়াস বলছেন, তারা বেশ আত্মবিশ্বাসী, “আমরা চরম সম্মান ও প্রত্যয় নিয়ে আমাদের প্রার্থীতা নিয়ে কাজ করছি। ২৩,০৯৯-এর বেশি ভোটার অপেক্ষায় আছেন, ১৩৯ জন অ্যাসেম্বলি সদস্য স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে সিদ্ধান্ত নেবেন।”