ক্লাসিকোর আগে পিকেকে নিয়ে সুসংবাদ পেলো বার্সেলোনা
নাপোলির বিপক্ষে শেষ ম্যাচে গ্রিজমানের গোলে কোনও রকমে ড্র করে ফিরেছিল বার্সেলোনা। তবে সেই ম্যাচে জেরার্ড পিকের চোটের দুঃসংবাদও সঙ্গী হয়েছিল কাতালান ক্লাবটির। এমনিতেই চোট জর্জর দল নিয়ে বিপদে রয়েছে বার্সেলোনা। তার ওপর পিকের মতো অভিজ্ঞ একজনকে ছাড়া আগামী সোমবার এল ক্লাসিকোতে দল সাজানো নিশ্চয়ই কঠিন হয়ে যেত কিকে সেতিয়েনের। আপাতত সেই চিন্তা থেকে রেহাই পাচ্ছেন বার্সা কোচ। চোট গুরুতর না হওয়ায় এল ক্লাসিকোতে খেলতে পারবেন পিকে।
চ্যাম্পিয়নস লিগে পার্তেনোপেইদের বিপক্ষে ম্যাচে যোগ করা সময়ে গোড়ালিতে চোট পান পিকে। ম্যাচের অল্প কিছু সময় বাকি থাকলেও চোটের ফলে তখনই মাঠ থেকে উঠে আসেন তিনি। তারপর থেকেই চোট কতটা গুরুতর টা জানতে কৌতূহলী হয়ে ওঠে সবাই। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, চোট তেমন গুরুতর নয়। তাই দলের সঙ্গে নিয়মিত অনুশীলনে অংশ নিচ্ছেন তিনি, এল ক্লাসিকোতেও খেলা নিশ্চিত তার।
সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার ম্যাচটি শিরোপার দৌড়ে বেশ গুরুত্বপূর্ণ। শীর্ষে থাকা বার্সার চেয়ে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে রিয়াল। তাই ক্লাসিকোতে পা হড়কালেই শীর্ষস্থান হাতছাড়া হয়ে যাবে বার্সেলোনার। সেদিন তূণে থাকা প্রতিটি অস্ত্রই তাই প্রয়োজন হবে সেতিয়েনের। সে হিসেবে চোটের ভয় কাটিয়ে পিকের ফিরে আসা আত্মবিশ্বাসই জোগাবে তার দলকে।