চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগের ফাইনাল অনির্দিষ্টকালের জন্য স্থগিত
চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের ফাইনাল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ইউয়েফা। এই খবরে অবশ্য চমকে যাওয়ার কিছু নেই। গত কয়েকদিনে ফুটবলের যে গতি-বিধি তাতে এটা হওারই কথা ছিল। সেটাই আনুষ্ঠানিকতার মাধ্যমে জানিয়েছে ইউয়েফা।
এর আগে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাত দ্বিতীয় পর্বের খেলা চলার সময় চ্যাম্পিয়নস লিগ স্থগিত ঘোষণা করেছিল ইউরোপিয়ান ফুটবলের গর্ভনিং বডি। নারী ও পুরুষ চ্যাম্পিয়নস লিগ, ও ইউরোপা লিগ- ইউয়েফার মোট ৩টি টুর্নামেন্টের ফাইনাল হওয়ার কথা ছিল মে মাসে।
গেল সপ্তাহে ইউয়েফার বৈঠকে ইউরো পিছিয়ে দেওয়ার ঘোষণা এসেছিল। চ্যাম্পিয়নস লিগের নতুন দিন-তারিখ সম্পর্কে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি তাদের পক্ষ থেকে। মঙ্গলবার দেওয়া বিবৃতিতে ইউয়েফা জানিয়েছে এ ব্যাপারে তাদের সদস্য দেশগুলোর সঙ্গে বৈঠক চলছে।