৭০ শতাংশ বেতন কম নিচ্ছেন সিমিওনে ও অ্যাটলেটিকো খেলোয়াড়রা
অ্যাটলেটিকো মাদ্রিদও বার্সেলোনার পথেই হাঁটল। জরুরী অবস্থায় ক্লাবের অর্থনৈতিক ভারসাম্য ধরে রাখতে ডিয়েগো সিমিওনে ও তার দল ৭০ শতাংশ বেতন কম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অ্যাটলেটিকোর বি দল এবং নারী ফুটবল দল ও তাদের কোচেরাও নতুন এই চুক্তির অধীনে রয়েছেন।
মূলত ক্লাবের স্টাফদের পূর্ণাঙ্গ বেতন নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে অ্যাটলেটিকো। এই মুহুর্তে টাকার অঙ্কে বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া কোচ সিমিওনে। বছরে ৪২ মিলিয়ন ইউরো পান তিনি। সিমিওনের কাছের একজনের বরাত দিয়ে ইএসপিএন বলছে, ৮ বছর যে ক্লাবে সহকর্মীদের সঙ্গে সিমিওনে কাজ করেছেন, এই দুঃসময়ে তাদের সাহায্য করতে চেয়েছেন আর্জেন্টাইন কোচ।
বৃহস্পতিবার ক্লাবের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, "২০১৯-২০ মৌসুমের দুইভাবে সম্পন্ন হতে পারে ধরে নিয়ে খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করা হয়েছে। মূল দল, বি দল, নারী দল ও কোচরা জরুরী অবস্থা চলাকালীন বেতনের ৭০ শতাংশ কম নেবেন।"
স্প্যানিশ এর্তে (ইআরটিই) আইনঅনুযায়ী জরুরী অবস্থায় অর্থনৈতিক ভারসাম্য ধরে রাখতে প্রতিষ্ঠানগুলো কর্মীদের বেতন কেটে নিতে পারে। তবে সেই নিয়ম অনুযায়ী ক্লাবের স্টাফদের বেতনও কাটা পড়ে যায়। ক্লাবের এক্সিকিউটিভ ও খেলোয়াড়রা মিলে ৪৩০ জন স্টাফের শতভাগ বেতন নিশ্চিত করবে বলে জানিয়েছে অ্যাটলেটিকো।