• লা লিগা
  • " />

     

    চলে গেলেন অ্যাটলেটিকো, রিয়াল, বার্সার দায়িত্ব নেওয়া একমাত্র কোচ

    চলে গেলেন অ্যাটলেটিকো, রিয়াল, বার্সার দায়িত্ব নেওয়া একমাত্র কোচ    

    দীর্ঘদিন প্যানক্রিয়াটাইটিস রোগে ভুগে ৭১ বছর বয়সে মারা গেছেন রাদোমির আন্তিচ। অ্যাটলেটিকো মাদ্রিদকে লা লিগা ও কোপা দেল রে জিতিয়ে ক্লাবটির কিংবদন্তীর আসনে বসেছিলেন সাবেক যুগোস্লাভিয়ায় জন্ম নেওয়া এই কোচ। একমাত্র লোক হিসেবে রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনাকে কোচিং করানোর জন্যও বিখ্যাত ছিলেন তিনি।

    সোমবার আন্তিচের মৃত্যুর পর অ্যাটলেটিকো মাদ্রিদ বিবৃতিতে শোক প্রকাশ করেছে। রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস ও সাবেক অ্যাটলেটিকো অধিনায়ক ফার্নান্দো তোরেসও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।


    কোচিংয়ে যোগ দেওয়ার আগে ১৭ বছরের খেলোয়াড়ি জীবনে যুগোস্লাভিয়ার ক্লাব থেকে, স্পেনের রিয়াল জারাগোজা ও তুরস্কের ফেনারবাচেতেও খেলেছেন তিনি। এর পর ১৯৮৮ সালে জারাগোজার কোচের দায়িত্ব নেন তিনি। রিয়াল, অ্যাটলেটিকো, বার্সা ছাড়াও স্পেনের সেল্টা ভিগো ও রিয়াল অভিয়েদোর কোচ হিসেবে দুইব দফায় কাজ করেছিলেন আন্তিচ। এর পর সার্বিয়া জাতীয় দল হয়ে চায়নিজ সুপার লিগে সবশেষ কাজ করেছিলেন তিনি।

    ১৯৯১-৯২ মৌসুমে রিয়াল মাদ্রিদের কোচ হয়েছিলেন আন্তিচ। তবে সেখানে বেশিদিন টিকতে পারেননি, লিগের ১৯ ম্যাচ শেষে শীর্ষস্থানে ৭ পয়েন্টের লিডে থেকেও রিয়াল মাদ্রিদ বরখাস্ত করেছিল তাকে। ২০০৩ সালে লুই ফন গাল বরখাস্ত হওয়ার পর টালমাটাল বার্সেলোনার দায়িত্ব নিয়েছিলেন আন্তিচ। তবে মৌসুম শেষে আর নতুন করে ক্লাবের সঙ্গে চুক্তি হয়নি তার।

    কোচিং ক্যারিয়ারে আন্তিচ সবচেয়ে সফল সময় পার করেছেন অ্যাটলেটিকো মাদ্রিদে। ১৯৯৫-৯৬ মৌসুমে তার অধীনে অ্যাটলেটিকো লিগ ও কাপ ডাবলস জিতেছিল। সেসময় তার দলের অধিনায়ক ছিলেন এখনকার অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে।