• ক্রিকেটে করোনাভাইরাস
  • " />

     

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন সাবেক পাকিস্তান ক্রিকেটার

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন সাবেক পাকিস্তান ক্রিকেটার    

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন পাকিস্তান ক্রিকেটার জাফর সরফরাজ। ৫০ বছর বয়সী জাফর তিনদিন ধরে পেশোয়ারের একটি প্রাইভেট হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র, আইসিইউতে ভর্তি ছিলেন কভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর। 

    ১৯৮৮-৮৯ মৌসুমে প্রথম শ্রেণিতে অভিষেক হয়েছিল বাঁহাতি ব্যাটসম্যান জাফরের, ১৯৯৪-৯৫ মৌসুম পর্যন্ত খেলেছেন মোট ১৫টি ম্যাচ। পেশোয়ারের হয়ে ৬টি লিস্ট ‘এ’ ম্যাচও খেলেছিলেন তিনি। সব মিলিয়ে স্বীকৃত ক্রিকেটে ৭১২ রান করেছিলেন তিনি। খেলা ছাড়ার পর কোচিংয়ে যোগ দিয়েছিলেন তিনি, পেশোয়ারের অ-১৯ ও সিনিয়র দলের কোচ ছিলেন। 

    জাফর ছিলেন পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটার ৪টি ওয়ানডে খেলা আখতার সরফরাজের ভাই। ১০ মাস আগে কোলন ক্যান্সারে মারা গেছেন আখতার। 

    সব মিলিয়ে কভিড-১৯ মহামারিতে প্রায় ১০০ জন মানুষ মারা গেছেন এখন পর্যন্ত পাকিস্তানে। পেশোয়ারে ৭৪৪ জন আক্রান্ত হয়েছেন এখন পর্যন্ত। জাফর হলেন পেশাদার ক্রিকেটার হিসেবে করোনাভাইরাসে মারা যাওয়া প্রথম পাকিস্তানি।