• লা লিগা
  • " />

     

    ট্রেনিং গ্রাউন্ডে হোম ম্যাচ খেলার কথা ভাবছে রিয়াল

    ট্রেনিং গ্রাউন্ডে হোম ম্যাচ খেলার কথা ভাবছে রিয়াল    

    লা লিগা কবে ফিরবে তা এখনও নির্ধারণ হয়নি। আদৌ ফিরবে কি না সেটিরও নিশ্চয়তা নেই। তবে খেলা আবার শুরু হলে রিয়াল মাদ্রিদ তাদের হোম ম্যাচের জন্য বেছে নিতে পারে ভালদেবাবাস ট্রেনিং গ্রাউন্ড। ইএসপিএন জানাচ্ছে, সান্তিয়াগো বার্নাব্যুতে এই মৌসুমে ম্যাচ আয়োজনের বদলে নিজেদের ট্রেনিং গ্রাউন্ডকেই বেছে নিতে চায় রিয়াল মাদ্রিদ।

    পরিস্থিতি বিবেচনা করে ক্লাবের নীতি নির্ধারকেরা ভেন্যু বদলানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানাচ্ছে একাধিক স্প্যানিশ সংবাদ মাধ্যমও।


    ২০১৯ এ সান্তিয়াগো বার্নাব্যুর সংস্কারকাজ শুরু হয়ে শেষ ২০২২ এ শেষ হওয়ার কথা রয়েছে। স্পেনে জরুরী অবসথা জারি হওয়ার পর কাজ সেই শুরুর সময় পিছিয়ে গেছে। তবে ধীরে ধীরে স্পেনেও লকডাউন পরিস্থিতির উন্নতি হচ্ছে। সেখানকার সরকারও গত সপ্তাহে জরুরী অবস্থা কিছুটা শিথিল করার পর আবারও বার্নাব্যুর কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

    লিগের বাকি ৬ হোম ম্যাচ (এইবার, ভ্যালেন্সিয়া, মায়োর্কা, গেটাফে, আলাভেস  ও ভ্যালেন্সিয়ার বিপক্ষে) বার্নাব্যুতে আয়োজন করতে গেলে সংস্কারকাজ আরও পিছিয়ে যেতে পারে বলে মনে করছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। সেক্ষেত্রে আলফ্রেড ডি স্টেফানো ট্রেনিং গ্রাউন্ডে ম্যাচ আয়োজনের কথা ভাবছে রিয়াল মাদ্রিদ। পরিস্থিতির বিবেচনায় লিগ আবার শুরু হলে সেটাও ফাঁকা মাঠেই হওয়ার কথা। আর বার্নাব্যুতে খেলোয়াড়রা ভরা গ্যালারিতে খেলে অভ্যস্ত। খেলোয়াড় এবং কর্মকর্তারাও মনে করছেন বার্নাব্যুর খালি মাঠে খেললে সেটা মানসিকতার ওপর প্রভাব ফেলতে পারে। তাই দুই পক্ষই ট্রেনিং গ্রাউন্ডে খেলতে রাজি বলে জানাচ্ছে ইএসপিএন।

    স্পেনে করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করার পর ভালদেবেবাস ট্রেনিং কমপ্লেক্সেও লকডাউন করে রাখা হয়েছিল। এই কমপ্লেক্সের আলফ্রেড ডি স্টেফানো ট্রেনিং গ্রাউন্ডের দর্শক ধারণক্ষমতা ৬ হাজার। মূলত রিয়াল মাদ্রিদের অনুশীলনের পাশাপাশি বি দলের ম্যাচ আয়োজন হয় এখানে।