• ক্রিকেটারদের আলাপ
  • " />

     

    গেইল-সারওয়ান ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে আহত করেছে : লারা

    গেইল-সারওয়ান ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে আহত করেছে : লারা    

    ক্রিস গেইল ও রামনরেশ সারওয়ানের ‘কথা-ছোড়াছুড়ি’তে চটেছেন ব্রায়ান লারা। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তী বলেছেন, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট পরিবারের মতো। তাদের উচিৎ হয়নি নিজেদের ঝামেলা প্রকাশ্যে আনা। নিজেরা এটি মিটিয়ে ফেলবেন বলেও আশা তার। 

    কদিন আগে ইউটিউবে এসে সারওয়ানকে ‘করোনাভাইরাসের চেয়েও নিকৃষ্ট’ বলেছিলেন গেইল। জবাবে সারওয়ানও কড়া জবাব দিয়েছিলেন গেইলকে। নিজের ৫১তম জন্মদিনে ইনস্টাগ্রাম লাইভে এক প্রশ্নের জবাবে লারা বলেছেন, ‘পরিবারের ঝামেলা সামনে আনা উচিৎ হয়নি মোটেও’। 

    “গেইল বনাম সারওয়ান বলে কিছু নেই। এটা অর্থহীন। অপ্রয়োজনীয়। এরা দুজন বন্ধু। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট পরিবারের মতো। আমার দশজন ভাই-বোন আছে। তাদের কারও কারও সাথে ঝামেলাও হয়েছে। আপনার মনে হয় আমি এসব প্রকাশ্যে আনব? কেন করব?” 

    গেইল-সারওয়ানের কারণে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট আঘাতপ্রাপ্ত হয়েছে বলে মনে করেন তিনি, “গেইলের কথা বাদ দেন। সারওয়ানের কথা বাদ দেন। দুজন ক্রিকেটার যারা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ইতিহাস-ঐতিহ্যের অংশ, তারা এটিকে আহত করেছে। প্রকাশ্যে এসব করে।” 

    “আমার বন্ধুর সাথে কিছু হলে আমি মিটিয়ে নেই। আর পরিবার আগে, বন্ধু আসবে-যাবে। তাদের উচিৎ এসব ঠিক করে নেওয়া।” 

    ২ মে ৫১তম জন্মদিন পালন করছেন লারা। ভক্তদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন তিনি লাইভে এসে। ব্রেট লির চেয়ে শোয়েব আখতারকে যেমন এগিয়ে রেখেছেন, তেমনি তুলনায় যেতে চাননি শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলির মাঝেও। 

    ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের কিংবদন্তিদের সঙ্গে খেলতে পেরে নিজেকে সৌভাগ্যবান বলেও মনে করেন, বলেছেন ‘ত্রিনিদাদের যুবরাজ’।