• ক্রিকেটে করোনাভাইরাস
  • " />

     

    কক্ষ-সংকটের কারণে হুমকির মুখে পাকিস্তানের ইংল্যান্ড-প্রস্তুতি

    কক্ষ-সংকটের কারণে হুমকির মুখে পাকিস্তানের ইংল্যান্ড-প্রস্তুতি    

    করোনা ভাইরাসের প্রকোপ এখনও কমেনি পাকিস্তানে। এর মধ্যেই ইংল্যান্ডের মতো বায়ো-নিরাপত্তা নিশ্চিত করে রুদ্ধদ্বার অনুশীলন করার পরিকল্পনা করেছিল পিসিবি। কিন্তু আপাতত কক্ষ সংকটের কারণে পরিকল্পনাটা বাস্তবায়ন করা যাচ্ছে না। জুলাইয়ের শুরুতে ইংল্যান্ডে যাওয়াও এখন অনেকটা অনিশ্চিত।

    ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করে অনুশীলন করার জন্য একটা পরিকল্পনা নিয়েছিল পিসিবি। সেটির অধীনে ২৫-৩০ জন ক্রিকেটারকে নিয়ে লাহোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে শুরুতে একটি ক্যাম্প করার করার কথা ভেবেছিল। সেখানে জোড়ায় জোড়ায় অনুশীলন করার কথা ছিল। এরপর তাদের নিয়ে যাওয়ার কথা ছিল কাছের গাদ্দাফি স্টেডিয়ামে তিন সপ্তাহের ক্যাম্পের জন্য। এই সময়ের মধ্যে বাইরের সবার সংশ্রবের বাইরে থাকার কথা ছিল ক্রিকেটারদের। সবকিছু ঠিক থাকলে জুলাইয়ের প্রথম সপ্তাহে উড়ে যাওয়ার কথা ছিল ইংল্যান্ডে।

    কিন্তু সমস্যা হচ্ছে সামাজিক দূরত্ব নিশ্চিত করে ৩০ জন ক্রিকেটারের আবাসনের জন্য পর্যাপ্ত কক্ষ নেই এনসিএতে। সেখানে আছে ২১টি কক্ষ, কিন্তু দরকার অন্তত ৪০টি কক্ষ। চিকিৎসকদের কাছ থেকে সবুজ সংকেত পেয়েও তাই অনুশীলন শুরু করতে পারছে না পিসিবি। সমস্যা আছে আরও, ওয়াকার ইউনিসহ কোচিং স্টাফের কেউ কেউ দেশের বাইরে। আপাতত পিসিবি দুইটি আলাদা ভেন্যুতে ক্যাম্প করার কথা ভাবছে।

    এর মধ্যে অবশ্য কিছু কিছু ক্রিকেটার ব্যক্তিগতভাবে স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে বলে খবর এসেছে। তবে পিসিবি এখনো এমন কোনো অনুমতি দেয়নি, এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানেও না বলে জানিয়েছে। পাকিস্তানে অবশ্য এর মধ্যেই ৭৬ হাজার করোনা আক্রান্তের পরও লকডাউন বাড়ানো হয়নি। এর মধ্যেই স্বাভাবিক জীবনযাত্রা কিছু কিছু শুরু হয়েছে। তবে মার্চের পর থেকে পেশাদার ক্রিকেটসহ সব ধরনের খেলা বন্ধ আছে। এখনো শুরু হয়নি কোনো ঘরোয়া ক্রিকেট।