• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    রেগেমেগে বেরিয়েই গেলেন রোনালদো

    রেগেমেগে বেরিয়েই গেলেন রোনালদো    

    যেখানেই যাচ্ছেন, সেখানেই বোধ হয় প্রশ্নটা শুনতে হচ্ছে। মেসি-নেইমার-সুয়ারেজের “এমএসএন” যেভাবে খেলছে, তাতে বিবিসির সঙ্গে তাঁদের তুলনাটা তো অবধারিতভাবেই চলে আসবে। সেই সঙ্গে নিজের অ্যাওয়ে ফর্ম নিয়েও প্রশ্ন।  কাঁহাতক আর দাঁতে দাঁত চেপে এসব সহ্য করা যায়? এবার সেই বাঁধ ভেঙেই গেল ক্রিস্টিয়ানো রোনালদোর। রাগ করেই বেরিয়ে গেলেন চ্যাম্পিয়নস লিগে রোমার সঙ্গে ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলন থেকে।

     

    তবে যাওয়ার আগে কথা ঠিকই বলে গেছেন। এমএসএন তো শুধু মাঠে নয়, মাঠের বাইরেও যেন তিন জন হরিহর আত্মা। বেল-বেনজেমা-রোনালদোর বিবিসির মধ্যে সেই হৃদ্যতাটা কি একটু কম? এমন প্রশ্নের উত্তরে রোনালদো চাঁছাছোলা ভাষাতেই বলে দিলেন, “দেখুন, আমি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছি। কিন্তু রিও (ফার্ডিনান্ড), রায়ান (গিগস) ও পলের (স্কোলসের) সাথে আমার খুব কমই কথা হতো। আমরা সবাই মাঠেই নিজেদের সেরাটা ঢেলে দিতাম। একসাথে নৈশভোজ, আলিঙ্গন বা চুম্বন এসব আসলে কিছুই নয়। বেল আমার বাসায় রাতের খাবার খেতে আসল কি না বা আমরা কোথাও একসঙ্গে খেতে গেলাম কি  না তাতে কী আসে যায়? আমরা এখানে সবাই পেশাদার।”

     

     

    প্রশ্ন উঠেছিল দুই দিন আগে মেসির ওই অবিশ্বাস্য পেনাল্টি গোল নিয়েও। রোনালদো সেটা নিয়ে মেসিকে যেন একটা খোঁচাই মারলেন, “দেখুন, আমরা সবাই জানি কেন ও এটা করেছে। এটা নিয়ে এত কথা বলার তো কিছু নেই। আপনারা যা ইচ্ছা বিশ্বাস করতে পারেন।”

     

    কিন্তু পরের মাঠে এই মৌসুমে গত চার ম্যাচে গোল পাননি। সেটা মনে করিয়ে দিতেই রোনালদোর আঁতে যেন ঘা লাগল, “আমি স্পেনে আসার পর প্রতিপক্ষের মাঠে আমার চেয়ে বেশি গোল কে দিয়েছে বলুন তো? না, সেরকম কেউ নেই। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।” এইটুকু বলেই চেয়ার ছেড়ে রুম থেকে বেরিয়ে গেলেন ক্রিশ্চিয়ানো। আর কোচ জিদান হাসছিলেন মিটিমিটি।