• ফর্মুলা ওয়ান
  • " />

     

    ফর্মুনা ওয়ান : অস্ট্রিয়ায় জিতলেন বোটাস, ভেটেলের সঙ্গী দুর্ভাগ্য

    ফর্মুনা ওয়ান : অস্ট্রিয়ায় জিতলেন বোটাস, ভেটেলের সঙ্গী দুর্ভাগ্য    

    করোনাভাইরাসের কারণে ২০২০ ফর্মুলা ওয়ান সিজনের প্রথম ৯টি গ্রাঁ প্রিই বাতিল বা স্থগিত হওয়ার পর অবশেষে গতকাল অস্ট্রিয়ার অস্টাররাইখরিং এ অস্ট্রিয়ান গ্রাঁ প্রি দিয়ে আবারও ফিরল ফর্মুলা ওয়ান। সামাজিক দূরত্ব বজায় রাখা পোডিয়াম ছাড়াও এই গ্রাঁ প্রিতে ছিল সারা বিশ্বে চলতে থাকা বর্ণবাদ বিরোধী আন্দোলনের ছোঁয়া। রেস শুরু হওয়ার আগে গ্রিডে গত বছরের চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টনসহ ১৪জন ড্রাইভার হাঁটু গেড়ে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের প্রতি সমর্থন জানান। তবে ফেরারির লেক্লের, রেড বুলের ম্যাক্স ভারস্টাপেনসহ মোট ৬ জন এই প্রতিবাদে অংশগ্রহণ করেন নি।

     অনেকেরই আশংকা ছিল এই দীর্ঘ সময় রেসের অনুপস্থিতির কারণে টিম মার্সিডিজ এবং গতবারের চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন তাঁর পুরনো ফর্ম ধরে রাখতে পারবেন কিনা। সবার জল্পনা কল্পনাকে উড়িয়ে দিয়ে টিম মার্সিডিজই পোডিয়ামে প্রথম স্থান নিয়েছে। তবে হ্যামিল্টন নন, তাঁর টিমমেট ভ্যালটেরি বোটাস জিতেছেন অস্ট্রিয়ায়, পোল পজিশনে সবার আগে থেকে রেস শুরু করেছেন এবং প্রতিটি ল্যাপই প্রথমে থেকেই শেষ করেছেন ফিনল্যান্ডের এই রেসার। দ্বিতীয় স্থানে থেকে শেষ করলেও ৬১তম ল্যাপে রেড বুলের অ্যালেক্স অ্যালবনের সাথে রোমাঞ্চকর এক লড়াইয়ের শেষ দিকে মোড় নেওয়ার সময় তাঁর সাথে সংঘর্ষ হয় হ্যামিল্টনের। এতে রেস থেকে ছিটকে পড়েন অ্যালবন আর ২য় স্থানে রেস শেষ করলেও ৫ সেকেন্ড পেনাল্টির কারণে বছরের প্রথম পোডিয়াম পাওয়া হল না লুইস হ্যামিল্টনের। 

     

     

    হ্যামিল্টনের পেনাল্টির কারণে শেষ ৫ ল্যাপে দারুণ লড়াই করা ফেরারির ফ্রেঞ্চ তরুণ শার্ল লেক্লের পোডিয়ামে পেয়েছেন ২য় স্থান। ওদিকে দুর্ভাগ্য পিছু ছাড়ছে না ফেরারির বিদায়ী ড্রাইভার সেবাশ্চিয়ান ভেটেলের। গত বছর বিভিন্ন ঝামেলার কারণে ফরমুলা ওয়ানের কিংবদন্তী ভেটেল ঘোষণা দিয়েছিলেন ২০২০ই ফেরারির সাথে তাঁর শেষ বছর। ৩১তম ল্যাপে নিজের ভুলেই ধাক্কা লাগান ম্যাকলারেনের কার্লোস সাইঞ্জের সাথে। উল্লেখ্য আগামী বছর এই সাইঞ্জই ফেরারিতে ভেটেলের জায়গা নিচ্ছেন। সংঘর্ষে গাড়ি অকেজো হয়ে যাওয়ায় রেস শেষ করা হয় নি ভেটেলের। ওদিকে হ্যামিল্টনের পেনাল্টি ভাগ্য খুলে দিয়েছে ম্যাকলারেনের ব্রিটিশ ড্রাইভার ল্যান্ডো নরিসের, হয়েছেন তৃতীয়। এটাই নরিসের ক্যারিয়ারের প্রথম পোডিয়াম ফিনিশ। 

    ১২ জুলাই স্টাইয়ারমার্ক গ্রাঁ প্রি দিয়ে এই অস্ট্রিয়াতেই আবারো ফিরবে ফর্মুলা ওয়ান।