রোম পোড়ালেন রোনালদো!
রোমার বিপক্ষে খেলার আগের দিন সংবাদ সম্মেলন থেকে অনেকটা রাগ করেই বেরিয়ে গিয়েছিলেন। বার্সা ত্রয়ী, মেসির সেই পেনাল্টি, নিজের ফর্মহীনতা (!)- নিয়ে একের পর এক সাংবাদিকদের করা তিক্ত প্রশ্নের জবাব গুলো দিয়ে যাচ্ছিলেন নিজের মত করেই। প্রতিপক্ষের মাঠে মাত্র ৪ ম্যাচ গোল করতে না পারায় প্রশ্ন উঠেছিল সবশেষ কবে রোনালদো অ্যাওয়ে গোল করেছেন! “রিয়াল মাদ্রিদে আসার পর এখন পর্যন্ত আমার চেয়ে বেশী অ্যাওয়ে গোল করে কেউ করেনি” বলে সে প্রশ্নের উচিত জবাবও অবশ্য দিয়েছিলেন সেদিনই। তবে সবচেয়ে বড় উত্তরটা বোধ জমা রেখেছিলেন মাঠের খেলাতেই!
গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগে রোমার বিপক্ষের ম্যাচটি এক সময় মনে হচ্ছিল গোলশূন্য ড্র-এর দিকেই এগোচ্ছে। রিয়ালের সাথে তাল মিলিয়ে রোমাও ছোট ছোট আক্রমণ চালিয়ে যাচ্ছিল। প্রতিপক্ষের সীমানায় এসে দু’দলই বার বার খেই হারিয়ে ফেলছিল। প্রথমার্ধে বল পজেশনে এগিয়ে থাকলেও গোল মুখে কোন শট নিতে পারেনি জিদানের রিয়াল।
দ্বিতীয়ার্ধের মিনিট দশ অতিবাহিত হবার পরও তেমন কোন নিশ্চিত গোলের সুযোগ তৈরীতেও সমান ভাবে ব্যর্থ দুই দল। গোল শূন্য ড্র-হলে পরের লেগে মানসিকভাবে কিছুটা এগিয়েই থাকতো রোমা।
ঠিক তখনই এক অসাধারণ গোল করে সাংবাদিকদের জবাব তো দিয়েছেনই, রিয়াল মাদ্রিদের কোয়ার্টার ফাইনালে যাওয়ার রাস্তাটাও সহজ করে দিয়েছেন রোনালদো। আর কোচ জিদানকে চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচেই এনে দিয়েছেন জয়। আর গত বছর নভেম্বরের পর এই প্রথম প্রতিপক্ষের মাঠে গোল করে ‘অ্যাওয়ে গোলের’ খরাটাও কাটালেন এই পর্তুগীজ!
ম্যাচের ৫৭ মিনিটে বাঁ প্রান্ত থেকে মার্সেলোর বাড়ানো বল দখলে নিয়ে ফ্লোরেঞ্জিকে বোকা বানিয়ে দূর থেকে করা শটে রোমার জালে বল জড়ান রোনালদো। ‘রোনালদোসুলভ’ গোলে রোমার সমর্থকদের মন না ভরলেও, এই গোল দিয়েই নিজেকে আরো একবার প্রমাণ করলেন ৩১ বছর বয়সী এই স্ট্রাইকার! রোনালদোর গোলেই এরপর ম্যাচটা নিজেদের দখলে নিয়ে নেয় রিয়াল মাদ্রিদ। ৮৬ মিনিটে জেসে রদ্রিগেজের করা গোলটি তারই প্রতিফলন। রোমার বিপক্ষে ২-০ জয়ে চ্যাম্পিয়নস লিগের ৬০ টি আলাদা ম্যাচে গোল করা প্রথম খেলোয়াড় হলেন রোনালদো। এই তালিকায় ৫৬ ম্যাচে গোল করা রাউল আছেন দ্বিতীয়তে। আর রোনালদোর সবচেয়ে বড় প্রতিপক্ষ মেসি চ্যাম্পিয়নস লিগে গোল করেছেন ৫০ ম্যাচে।
চ্যাম্পিয়নস লিগে ৭ ম্যাচে এরই মধ্যে ১২ গোল করে ফেলেছেন রোনালদো। লা লিগাতে ২১ গোল নিয়ে আছেন সর্বোচ্চ গোলদাতা সুয়ারেজের (২৪) ঠিক পরের স্থানেই। পুরো মৌসুমে ৩১ ম্যাচে ৩৩ গোল! তারপরও নিজের সাম্প্রতিক ফর্ম নিয়ে করা প্রশ্ন গুলো তো রোনালদোর বিরক্তির উদ্রেক ঘটাবেই।
খেলায় বয়সের প্রভাব পড়লো কি না, রিয়াল ছেড়ে যাচ্ছেন না থাকছেন- প্রতিনিয়তই এসব প্রশ্ন সঙ্গী করেই ফিরতে হচ্ছিল রোনালদোকে। ক’দিন আগেই রোনালদোর হয়ে এসব প্রশ্নের উত্তর দিয়েছেন ক্যাপেলো। গতকালও বয়স কোন ব্যাপার নয়, রোনালদো মাদ্রিদেই থাকবে বলে জানিয়েছেন সাবেক ফিগোও।
সব কিছুর পর সর্বশেষ রোমের সংবাদ সম্মেলনটায় বোধ হয় যারপরনাই রেগেছিলেন রোনালদো! তাই তো এমন বিধ্বংসী রূপেই আরেকবার ফিরে এলেন। সংবাদ সম্মেলন থেকে বেরিয়ে এসে মাঠেই জবাব দিলেন নিন্দুকের।