• ক্রিকেটে করোনাভাইরাস
  • " />

     

    নিজের করোনাভাইরাস পরীক্ষার খবর বিশ্বাস না করতে অনুরোধ মাশরাফির

    নিজের করোনাভাইরাস পরীক্ষার খবর বিশ্বাস না করতে অনুরোধ মাশরাফির    

    এখনও করোনাভাইরাসের পুনরায় পরীক্ষা করাননি মাশরাফি বিন মুর্তজা। আবারও সংবাদমাধ্যমে তার করোনাভাইরাস কভিড-১৯ এর পরীক্ষা নিয়ে করা সংবাদ না বিশ্বাস করতে সবাইকে অনুরোধ করেছেন তিনি। রবিবার তিনিসহ পরিবারের সবারই পরীক্ষা করাবেন বলেও জানিয়েছেন তিনি। 

    গত মাসের ২০ জুন কভিড-১৯ পরীক্ষা করে পজিটিভ হয়েছিলেন বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি। সে খবর নিজেই ফেসবুক পেইজের মাধ্যমে জানিয়েছিলেন তিনি। এরপর ‘তিনি হাসপাতালে কক্ষ পাননি’, ‘কভিড-১৯ নেগেটিভ এসেছে’, এমন খবর দেওয়া হয়েছিল কিছু সংবাদমাধ্যমে। ফেসবুকের মাধ্যমেই সেসব নাকচ করে দিয়েছিলেন তিনি। 

    শনিবার আবারও একই পথে হাঁটতে হলো তাকে। 

    “আসসালামুআলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। পূর্বের ন্যায় আজকেও দেখলাম যে আমার করোনা টেস্ট নিয়ে অনেকে অনেক রিপোর্ট করেছেন। আপনাদের কাছে আমার বিনীত নিবেদন এই যে দয়া করে আপনারা এসব নিউজ বিশ্বাস করবেন না। আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আপনারা মন থেকে আমার জন্য দোয়া করেছেন। আপনাদের এই ভালোবাসা আমাকে দায়বদ্ধ করেছে যে আমার সঠিক সংবাদ আপনাদেরকে জানানো”, নিজের অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে জানিয়েছেন মাশরাফি। 

    “ইনশাআল্লাহ আগামীকাল আমিসহ আমার পরিবারের সবাই করোনা টেস্ট করাবো। রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদের এখানে জানিয়ে দিব। আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।”

    মাশরাফির সঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর এসেছিল জাতীয় দলের সাবেক ওপেনার নাফীস ইকবাল ও নাজমুল ইসলাম অপুরও। এরই মাঝে দুজনই সেরে উঠেছেন।