অঁরির ১৭ বছর পুরোনো রেকর্ড ছুঁলেন মেসি
থিয়েরি অঁরিকে নিয়ে নিজের মুগ্ধতার কথা কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন লিওনেল মেসি। ২০০৭-০৮ মৌসুমে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন অঁরি। মেসি তখন উঠতি তরুণ। ড্রেসিংরুমে নাকি তার দিকে চোখ তুলেই তাকাতে পারছিলেন না মেসি। এরপর অবশ্য মেসি অনেকদিক থেকেই ছাড়িয়ে গেছেন অঁরিকে। এবার আরেকটি অনন্য রেকর্ড গড়ে তিনি বসেছেন অঁরির পাশে।
ভায়াদোলিদের বিপক্ষে বার্সেলোনার ১-০ গোলে জয়ের ম্যাচে একমাত্র গোলটি করেছেন আর্তুরো ভিদাল। চিলিয়ান মিডফিল্ডারকে পাসটি দিয়েছিলেন মেসি। দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে বক্সের বাইরে থেকে ভেতরে থাকা ভিদালের উদ্দেশ্যে বুদ্ধিদীপ্ত এক পাস দিয়েছিলেন মেসি। তাতে মৌসুমের ২০ তম অ্যাসিস্ট পাওয়া গেছে তার। জুনে লিগ ফেরার পর থেকে ৭ ম্যাচে গোল মাত্র ৩ বার পেলেও, অ্যাসিস্টের কাজটা নিয়মিতই করে যাচ্ছেন তিনি। ভিদালের গোলে অবদান রেখে মৌসুমের ২০ তম অ্যাসিস্টের কোটা পূরণ হয়ে গেছে তার। লা লিগায় এক মৌসুমে সবশেষ ২০টি অ্যাসিস্ট করেছিলেন জাভি, সেটাও ২০০৮-০৯ মৌসুমে।
একবিংশ শতাব্দীতে ইউরোপের শীর্ষ ৫ লিগে এক মৌসুমে অন্তত ২০ গোল আর ২০ অ্যাসিস্টের রেকর্ড আছে আর একটি। ২০০২-০৩ মৌসুমে থিয়েরি অঁরি আর্সেনালের হয়ে গড়েছিলেন এই রেকর্ড। লা লিগায় মেসির গোল এখন পর্যন্ত ২২টি, সঙ্গে ২০ অ্যাসিস্ট নিয়ে অঁরির পর মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে এই কীর্তি গড়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
ভিয়ারিয়ালের বিপক্ষে ১৯তম অ্যাসিস্ট নিয়ে এর আগে এক মৌসুমে লা লিগায় সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডটিও ছুঁয়েছিলেন মেসি। লা লিগায় বার্সার মৌসুমটা হতাশার হলেও, রেকর্ড গড়ে মেসি তার কাজটা করে যাচ্ছেন আগের মতোই।