• ক্রিকেটে করোনাভাইরাস
  • " />

     

    কভিড-১৯ থেকে সেরে উঠলেন মাশরাফি

    কভিড-১৯ থেকে সেরে উঠলেন মাশরাফি    

    করোনাভাইরাস কভিড-১৯ থেকে সেরে উঠেছেন মাশরাফি বিন মুর্তজা। মঙ্গলবার তার পরীক্ষায় নেগেটিভ এসেছে। তবে এখনও পজিটিভ আছেন তার স্ত্রী। এ সময়ে যারা পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক। স্ত্রীর জন্য দোয়াও চেয়েছেন। 

    গত ২০ জুন কভিড-১৯ এ পজিটিভ হয়েছিলেন মাশরাফি। এরপর তার ‘হাসপাতালে ভর্তি’, ‘একাধিকবার পরীক্ষায় নেগেটিভ আসা’র মতো গুজব নিজেই উড়িয়ে দিয়েছিলেন তিনি। সর্বশেষ বলেছিলেন, পরীক্ষার ফল নিজেই জানাবেন। 

    নিজের ফেসবুক পেইজে মাশরাফি লিখেছেন, “আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ও আপনাদের সবার দোয়ায় আমার কনোরাভাইরাস পরীক্ষার ফল এসেছে নেগেটিভ। আজকে রাতেই ফল জানতে পেরেছি। এই পুরো সময়টায় যারা পাশে ছিলেন, দোয়া করেছেন, অনেকে উদ্বিগ্ন ছিলেন ও নানা ভাবে খোঁজ নিয়েছেন বা নেওয়ার চেষ্টা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা।

    “শনাক্ত হওয়ার পর দুই সপ্তাহের বেশি পেরিয়ে গেলেও আমার স্ত্রীর করোনাভাইরাস পরীক্ষার ফল এখনও পজিটিভ। তবে সবার দোয়ায় সে ভালো আছে। তার জন্য দোয়া প্রার্থনা করছি।

    মাশরাফি শেষ পর্যন্ত ছিলেন বাসাতেই, হাসপাতালে ভর্তি হতে হয়নি তার। আক্রান্তদের সাহস রাখতে বলেছেন তিনি, সঙ্গে বলেছেন নিয়ম মেনে চলতে। 

    গত মার্চে বাংলাদেশের শেষ আন্তর্জাতিক সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলেন মাশরাফি, সে সিরিজ দিয়েই বিদায় বলেছিলেন ওয়ানডে অধিনায়কত্বকে। টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছিলেন, ২০০৯ সালের পর আর টেস্টও খেলেননি। 

    এরই মাঝে করোনাভাইরাস মহামারিতে থমকে গেছে ক্রিকেট। জাতীয় সংসদ সদস্য মাশরাফির সঙ্গে জাতীয় দলের বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু ও সাবেক ওপেনার নাফীস ইকবালেরও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। মাশরাফিকে দিয়ে সেরে উঠলেন তিনজনই।