• ফ্রেঞ্চ লিগ ওয়ান
  • " />

     

    চোটের ভয় নিয়ে প্রীতি ম্যাচ খেললেন নেইমাররা

    চোটের ভয় নিয়ে প্রীতি ম্যাচ খেললেন নেইমাররা    

    করোনার কারণে ফ্রেঞ্চ লিগ ওয়ানের পর্দা নেমেছে গত এপ্রিলে। এখন চ্যাম্পিয়নস লিগের জন্য নিজেদের ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচ খেলছেন নেইমাররা। শুক্রবার বেলজিয়ান ক্লাব ওয়াসল্যান্ড-বেভেরেনকে প্রীতি ম্যাচে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছেন প্যারিসিয়ানরা। তবে ম্যাচজুড়েই চোটে পড়ার ভয় মাথায় খেলা করেছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের।

    পিএসজিতে আসার পর থেকেই চোটের সঙ্গে লড়াই চলছে নেইমারের। মৌসুম শুরুর আগে বা মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে বেশ কয়েকবার দীর্ঘমেয়াদী চোটে পড়েছেন তিনি। তাই তো প্রীতি ম্যাচে ওয়াসল্যান্ড-বেভেরেনের আগ্রাসী খেলার ধরনে ম্যাচজুড়েই বুক ধুকপুক করেছে নেইমারের। ম্যাচ শেষে বিইন স্পোর্টসের সঙ্গে সাক্ষাৎকারে নিজেই জানালেন সেই কথা, “হ্যাঁ, আমরা একটু ভয়েই ছিলাম। কারণ আমরা প্রীতি ম্যাচ খেলছিলাম, তাই এমন কিছু (আগ্রাসী আচরণ) হওয়া উচিৎ ছিল না।”

    “আমরা নিজেদের প্রস্তুত করার জন্য ম্যাচটি খেলছিলাম। তবে আমাদের অনেক সতর্ক থাকতে হয়েছে। তবে আমরাও ছেড়ে কথা বলিনি।”


    ওয়াসল্যান্ড-বেভেরেনের বিপক্ষে এরিক ম্যাক্সিম চুপো মোটিং জোড়া গোল করেছেন, গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে এবং মাউরো ইকার্দিও। পেনাল্টি থেকে ম্যাচে একটি গোল পেয়েছেন নেইমারও। চ্যাম্পিয়নস লিগে আটালান্টার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে বেস ভালোভাবেই নিজেদের প্রস্তুতি সারছে পিএসজি। আর নেইমারেরও ভাবনা জুড়ে এখন শুধুই চ্যাম্পিয়নস লিগ, “এতদিন পর ফিরে আসতে পেরে ভালো লাগছে। ঘরের মাঠে কিছু দর্শকও ছিল। আমরা ধীরে ধীরে নিজেদের প্রস্তুত করে তুলছি যাতে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলতে পারি। আর অন্য কিছুই এখন গুরুত্বপূর্ণ নয়।”