এমএসএনকে আটকাতে আর্সেনালের "ফর্মুলা"
বার্সেলোনা-আর্সেনাল ম্যাচের আগে এখন সবচেয়ে বড় প্রশ্ন, এমএসএনকে কীভাবে আটকাবে আর্সেনাল? মেসি, নেইমার, সুয়ারেজ এই মুহূর্তে যেমন খেলছেন, তাদেরকে বোতলবন্দি করে রাখতে পারাটাই আর্সেনালের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে আর্সেনাল ডিফেন্ডার গ্যাব্রিয়েল পলিস্তার দাবি, এমএসএনকে আটকানোর জন্য এর মধ্যেই ছক কষে ফেলেছেন আর্সেন ওয়েঙ্গার।
কিন্তু কী সেই ছক? গ্যাব্রিয়েল একটু রহস্য রেখে দিলেন, "আমরা জানি কীভাবে মেসি, নেইমার, সুয়ারেজকে আটকাতে হবে। কিন্তু কী সেটা তো এখনই বলা যাবে না। সেটা প্রকাশ করলে তো সবাই জেনেই যাবে। তবে এটা ঠিক, তাদের আটকানো সহজ হবে না।"
তবে চোটের কারণে গ্যাব্রিয়েল আজ মাঠে নামতে পারবেন না। অবশ্য দলে ফিরেছেন মেসুত ওজিল, পিওতর চেক ও অ্যারন রামসে।
চ্যাম্পিয়নস লিগে নিজেদের মাঠে সর্বশেষ দুইবারই বার্সেলোনাকে হারিয়েছে আর্সেনাল। কিন্তু শেষ পর্যন্ত দুই লেগ মিলে পরাজয় মানতে হয়েছে তাদের। গ্যাব্রিয়েল এবার ওই ইতিহাস বদলাতে চান, "আমরা আর্সেনালের হয়ে ইতিহাসে নাম লেখাতে চাই। এবার আমরা চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য উন্মুখ হয়ে আছি।"
তবে কাজটা কতটা কঠিন, আর্সেন ওয়েঙ্গার নিজেও সেটি জানেন। এই বার্সাকে হারাতে পারাটা এখন ফুটবলের সবচেয়ে কঠিন মিশনগুলোর একটি। ওয়েঙ্গার বাস্তবতা মেনে নিয়েও আশা দেখছেন, "কোনো দলই নিখুঁত নয়। তবে বার্সেলোনা প্রায় তার কাছাকাছি। আমাদের সুযোগগুলো কাজে লাগাতে হবে। আমাদের মনে রাখতে হবে, জেতার সামান্য সুযোগ তৈরি করতে হলেও এক মুহূর্তের জন্য আমাদের মনোযোগ হারালে চলবে না।"