ইচ্ছা করে কার্ড দেখেছেন পিকে?
তাহলে কি ইচ্ছা করে ফাউলটা করেছিলেন জেরার্ড পিকে ? জানতেন, স্লাইডিং ট্যাকলটা থেকে হলুদ কার্ড দেখতে পারেন। সেজন্য পরের ম্যাচে যে নামতে পারবেন না, জেরার্ড পিকের সেটা না জানা থাকার কথা নয়। কিন্তু ফাউলটা কি আসলেই ইচ্ছাকৃত ছিল ?
কাল আর্সেনালের সঙ্গে বার্সেলোনার ম্যাচের এই প্রশ্নটা উঠে গেছে। ম্যাচের শেষদিকে আর্সেনালের ড্যানি ওয়েলবেককে ট্যাকল করে হলুদ কার্ড দেখেছেন পিকে। আগের ম্যাচেও কার্ড পেয়েছিলেন, ন্যু ক্যাম্পে পরের লেগে তাঁকে দর্শক হয়ে থাকতে হবে। কিন্তু কোয়ার্টার ফাইনাল থেকে আর কোনো নিষেধাজ্ঞার খড়গ আপাতত থাকছে না। এমিরেটসে জয় নিশ্চিত হয়ে গেছে জেনেই কি পিকে কাজটা করেছেন?
ম্যাচ শেষে এই অভিযোগ উঠল বার্সা কোচ লুইস এনরিকের দিকেও। পিকে কার্ড যখন দেখেছেন, তার আগেই আর্সেনাল দুই গোলে পিছিয়ে পড়েছে। সব চেয়ে বড় ব্যাপার, ঘটনার ৮০ সেকেন্ড আগে দেখা গেছে, এনরিকে কী যেন পিকেকে বলছেন। তাহলে কি কোচের নির্দেশেই পিকে ওটা করেছেন? এনরিকে অবশ্য সেটা স্বীকার করলেন না, "এটা এরকম কিছু ছিল না। যারা দেখেছে সবাই সেটা বুঝতে পারবে।"
কিন্তু বিটি স্পোর্টের দুই বিশেষজ্ঞ ইয়ান রাইট ও রোন্যাল্ড কোম্যান অতটা নিশ্চিত নন। দুজনেই দাবি করেছেন, এনরিকেই পিকেকে কোয়ার্টার ফাইনালের রাস্তা নিষ্কন্টক করার জন্য কার্ড দেখার নির্দেশ দিয়েছেন।