• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    চ্যাম্পিয়নস লিগের আগে অ্যাটলেটিকো মাদ্রিদের দুইজন করোনায় আক্রান্ত

    চ্যাম্পিয়নস লিগের আগে অ্যাটলেটিকো মাদ্রিদের দুইজন করোনায় আক্রান্ত    

    চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের আগে দুঃসংবাদ পেল অ্যাটলেটিকো মাদ্রিদ। দলের সঙ্গে যুক্ত দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তারা খেলোয়াড়, স্টাফ নাকি অন্য কেউ সে ব্যাপারে কিছু জানায়নি ক্লাবটি। রবিবার করোনার পরীক্ষার পরই এই দুঃসংবাদ পায় ডিয়েগো সিমিওনের দল।


    চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ওঠা ক্লাবগুলোর মাঝে এই প্রথম কোনোটিতে করোনা হানা দিল। পর্তুগালের লিসবনে বুধবার রাত থেকে শুরু হবে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল। টুর্নামেন্টের এই অংশটিকে করোনা মুক্ত রাখতে অনেক স্বাস্থ্য নিরাপত্তা প্রটোকল জারি করেছে ইউয়েফা।

    ক্লাবের দুইজনের করোনা পজিটিভ হওয়ার ব্যাপারে এরই মধ্যে স্পেন, পর্তুগালের স্বাস্থ্য কর্তৃপক্ষ, ইউয়েফা এবং দুই দেশের অন্যান্য ফুটবল কর্তৃপক্ষকেও এই ব্যাপারে জানানো হয়েছে বলে নিশ্চিত করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

    লিসবনে দলটির যে বহরের যাওয়ার কথা ছিল, তাদের সবাইকে আবারও করোনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছে ক্লাবটি। বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে জার্মান ক্লাব লাইপজিগের বিপক্ষে মাঠে নামবে অ্যাটলেটিকো মাদ্রিদ। এই সপ্তাহে অ্যাটলেটিকোর নারী দলেও হানা দিয়েছে করোনা। দলের একজন করোনায় আক্রান্ত হওয়ার পর একটি প্রীতি ম্যাচ বাতিল করতে হয়েছে।