• ইউয়েফা নেশনস লিগ
  • " />

     

    স্পেনের স্কোয়াডে নতুন যুগের আভাস, ডাক পেলেন ফাতি-গার্সিয়া-তোরেস

    স্পেনের স্কোয়াডে নতুন যুগের আভাস, ডাক পেলেন ফাতি-গার্সিয়া-তোরেস    

    সেপ্টেম্বরে নেশনস লিগের দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে স্পেন। লুইস এনরিকে বেশ কিছু চমক রেখেই স্কোয়াড সাজিয়েছেন। তার তারুণ্য ঠাঁসা নতুন চেহারার স্কোয়াডে বার্সেলোনার টিনএজ সেনসেশন আনসু ফাতি, ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার এরিক গার্সিয়া, দলটির নতুন ফরোয়ার্ড ফেরান তোরেস এবং উলভসের আদামা ত্রায়োরের জায়গা হয়েছে।

    বার্সেলোনার ১৭ বছর বয়সী ফরোয়ার্ড আনসু ফাতি ও সিটির দুই ফুটবলার গার্সিয়া এবং তোরেস এবারই প্রথমবারের মতো স্পেনের জাতীয় দলে ডাক পেলেন। আর গত আন্তর্জাতিক অভিষেক হওয়ার কথা থাকলেও সেবার চোটের কারণে ছিটকে গিয়েছিলেন ত্রায়োরে। উলভসের এই গতিময় উইঙ্গারও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন। সেপ্টেম্বরে নেশনস লিগের দুটি ম্যাচ খেলবে স্পেন। ৪ সেপ্টেম্বর জার্মানির বিপক্ষে এবং ৭ সেপ্টেম্বর ইউক্রেনের বিপক্ষে ম্যাচ দুটি খেলবে এনরিকের দল।

    তরুণদের সুযোগ দিতে গিয়ে বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়কে স্কোয়াডের বাইরে রেখেছেন এনরিকে। বার্সেলোনার জর্ডি আলবা এবং অ্যাটলেটিকো মাদ্রিদের কোনো খেলোয়াড়ের জায়গা হয়নি নতুন এই দলে।

    নেশনস লিগের দুই ম্যাচের জন্য স্পেনের স্কোয়াড

    গোলরক্ষক

    ডেভিড ডি গিয়া, কেপা আরিজাবালাগা, উনাই সিমন

    ডিফেন্ডার

    হেসুস নাভাস, দানি কারভাহাল, সার্জিও রামোস, প তোরেস, ডিয়েগো ইয়োরেন্তে, হোসে গয়া, সার্জিও রেগিয়ন, এরিক গার্সিয়া

    মিডফিল্ডার

    ফাবিয়ান রুইজ, থিয়াগো আলকান্তারা, সার্জিও বুস্কেটস, রদ্রি, মিকেল মেরিনো, দানি ওলমো, অস্কার রদ্রিগেজ

    ফরোয়ার্ড

    রদ্রিগো মোরেনো, মিকেল ওয়ারযাবাল, আদামা ত্রায়োরে, মার্কো আসেনসিও, আনসু ফাতি, ফেরান তোরেস