• এশিয়া কাপ ২০১৬
  • " />

     

    পান্ডিয়ার অদ্ভুত "হ্যাটট্রিক"

    পান্ডিয়ার অদ্ভুত "হ্যাটট্রিক"    

    পাকিস্তানের সঙ্গে আগের ম্যাচে তিন উইকেট নিয়েও নিশ্চয় একটু আক্ষেপ ছিল হার্দিক পান্ডিয়ার। ইশ! আরেকটা উইকেট যদি থাকত! ১৮তম ওভারে ভারতের এই অলরাউন্ডার পর পর দুই বলে আউট করেছিলেন মোহাম্মদ সামি ও মোহাম্মদ আমিরকে। পাকিস্তানও অলআউট হয়ে যায় ৮৩ রানেই। হ্যাটট্রিকের সুযোগটা তাই আর পাওয়া হয়নি পান্ডিয়ার।

     

    কী অদ্ভুত, পাকেচক্রে সেই “হ্যাটট্রিকটা” পেয়ে গেলেন পান্ডিয়া। আজ শ্রীলঙ্কার সঙ্গে নিজের প্রথম বলেই আউট করেন বিপজ্জনক হয়ে উঠতে থাকা তিলকরত্নে দিলশানকে। পর পর তিন বলে পান্ডিয়ার তিন উইকেট! কিন্তু আলাদা ম্যাচ হওয়ায় রেকর্ডবুকে হ্যাটট্রিক হিসেবে লেখা থাকবে না এটি।

     

    পান্ডিয়া দুইটি আলাদা ওভারে পর পর তিন বলে উইকেট নিয়েও হ্যাটট্রিক পাননি। এমনিতে দুই ওভার মিলিয়ে হ্যাটট্রিকের রেকর্ড তো আরও অনেক আছে। কিন্তু তিনটি আলাদা আলাদা ওভারে হ্যাটট্রিক? সেটাও কিন্তু আছে।

     

    ১৯৮৮ সালে পার্থে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি অস্ট্রেলিয়া। ৩৬তম ওভারে কার্টলি অ্যামব্রোসকে উইকেটের পেছনে ক্যাচ বানালেন অস্ট্রেলিয়ার পেস বোলার মার্ভ হিউজ। নিজের ৩৭তম ওভারের প্রথম বলেই আবার আউট করলেন প্যাট্রিক প্যাটারসনকে। ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ হয়ে যায় ওখানেই। দিনের বাকি সময় ব্যাট করে অস্ট্রেলিয়া, কিন্তু পরের দিন অলআউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে আবার ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ।

     

    এবার নিজের প্রথম বলেই গর্ডন গ্রিনিজকে এলবিডব্লু করেন হিউজ, পেয়ে যান হ্যাটট্রিক। শেষ পর্যন্ত ম্যাচটা শেষ করেছেন ১৩ উইকেট নিয়ে, ম্যাচসেরার পুরস্কারও পেয়েছিলেন। তবে শুধু আলাদা দুই ওভারে নয়, হিউজের হ্যাটট্রিকটা ছিল পর পর দুই দিনে এবং আলাদা আলাদা দুই ইনিংসে। শুধু একই টেস্টে বলেই সেটি হ্যাটট্রিক হিসেবে গণ্য হয়েছিল। যে কারণে পান্ডিয়ার পর পর তিন বলে উইকেট নিয়েও আজ হ্যাটট্রিক-টা পাননি।