• আইপিএল ২০২০
  • " />

     

    'বায়ো সিকিউর বাবল' নিয়ে অস্বস্তির জন্যই আইপিএলে নেই রায়না

    'বায়ো সিকিউর বাবল' নিয়ে অস্বস্তির জন্যই আইপিএলে নেই রায়না    

    এবারের আইপিএলকে বিদায় বলেছেন ভারতীয় ব্যাটসম্যান সুরেশ রায়না। শুরুতে চেন্নাই সুপার কিংসের তরফ থেকে শুধু ‘ব্যক্তিগত কারণে’র বলা হয়েছিল। তবে এবার জানা গেল রায়নার এবারের আইপিএলে অংশ না নেওয়ার মূল কারণ। আইপিএলের জন্য ভারতে ছয় দিন অনুশীলনের জন্য বায়ো-সিকিউর বাবল তৈরি করেছিল ফ্রাঞ্চাইজিরা। এরপর আরব আমিরাতেও পুরো টুর্নামেন্টের জন্য একই ধরনের বায়ো-সিকিউর বাবল তৈরি করা হয়। তবে এরপরও চেন্নাই সুপার কিংসের খেলোয়াড়, স্টাফসহ দশজন করোনায় আক্রান্ত হয়েছেন। আর বায়ো-সিকিউর বাবল নিয়ে অনিশ্চয়তা, একাকীত্বসহ বেশ কিছু অস্বস্তিতে ভোগায় আইপিএল থেকে দেশে ফিরে এসেছেন রায়না।

    এছাড়া ২০ আগস্ট পাঞ্জাবের পাঠানকোটে রায়নার পরিবারের একটি অংশের ওপর হামলা চালায় দুষ্কৃতিকারীরা। এতে তার এক চাচা মারা গেছেন এবং পরিবারের আরও চারজন আহত হয়েছেন। বায়ো-সিকিউর বাবল নিয়ে অস্বস্তি আর পরিবারের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনার পর আর আইপিএলে অংশ নেওয়ার মতো মানসিক অবস্থায় ছিলেন না রায়না।


    চেন্নাই সুপার কিংসের অফিসিয়াল টুইটার থেকে আইপিএলের এই মৌসুমে রায়নার অংশ না নেওয়ার বিষয়টি শনিবার নিশ্চিত করেছেন দলটির প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথান, “রায়না ব্যক্তিগত কারণে দেখে ফিরতে গেছেন। এই মৌসুমে আর তাকে পাওয়া যাবে না। চেন্নাই সুপার কিংস রায়না এবং তার পরিবারকে পূর্ণ সমর্থন দিয়ে যাবে।”

    গত ১৫ আগস্ট ভারতের কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অবসর ঘোষণার কিছু সময় পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন রায়না। তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস সেটআপের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ সুরেশ রায়না। মিডল অর্ডারে অধিনায়ক ধোনীর সঙ্গে মিলে অসংখ্য ম্যাচে চেন্নাইকে জয় এনে দিয়েছেন ৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যান। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় তার সামনে আছেন শুধু বিরাট কোহলি। এই টুর্নামেন্টে ১৯৩ ম্যাচ খেলে ৫৩৬৮ রান করেছেন তিনি।

    ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এবারের আইপিএল। আসরের সূচি অবশ্য এখনো ঘোষণা করা হয়নি।