• ইউয়েফা নেশনস লিগ
  • " />

     

    ২০২০-২১ ইউয়েফা নেশনস লিগ : যা যা জানা দরকার

    ২০২০-২১ ইউয়েফা নেশনস লিগ : যা যা জানা দরকার    

    নেশনস লিগ কী?

    ইউয়েফার নতুন জাতীয় দল ভিত্তিক প্রতিযোগিতা হচ্ছে ‘ইউয়েফা নেশনস লিগ’। অর্থহীন প্রীতি ম্যাচ না খেলে ইউরোপে জাতীয় দলগুলোর মাঝে ম্যাচগুলোকে একটি কাঠামোতে আনতে ও আকর্ষণীয় করে তুলতে ২০১৯ সালে এই প্রতিযোগিতা শুরু করে ইউয়েফা। প্রথম মৌসুমে এই টুর্নামেন্ট জিতেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।

    কবে থেকে শুরু?

    ৩ মার্চ অ্যামস্টারডামে ড্র হয়েছিল এবারের নেশনস লিগের। সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরে মূল আসরের লিগ পর্বের খেলা অনুষ্ঠিত হবে। আর ২০২১ সালের জুনে হবে ফাইনালস। রেলিগেশন প্লে-অফের ম্যাচগুলো হবে ২০২২ সালের মার্চে।
     


    কার প্রতিদ্বন্দ্বী কে?

    ইউয়েফার ৫৫টি অ্যাসোসিয়েশনকে চার ভাগে ভাগ করে লিগ পর্ব সাজানো হয়েছে। ইউয়েফার জাতীয় দলের কো-এফিসিয়েন্ট রেটিং অনুযায়ী চার ভাগ করা হয়েছে। রেটিংয়ে শীর্ষ ১৬টি দল থাকছে লিগ এ-তে, ১৭-৩২ নম্বরের মাঝে থাকা দলগুলো লিগ বি-তে, ৩৩-৪৮ এর মাঝে থাকা দলগুলো লিগ সি-তে এবং ৪৯ থেকে ৫৫ পর্যন্ত দলগুলোকে গ্রুপ ডি-তে রাখা হয়েছে। প্রতিটি লিগের মাঝে আবার বেশ কয়েকটি গ্রুপ রয়েছে। লিগ এ, বি এবং সি-তে চারটি করে এবং ডি-দুইটি করে গ্রুপ রয়েছে। প্রত্যেক গ্রুপে দল আছে চারটি করে (শুধু গ্রুপ ডি-এর একটি গ্রুপে ৩টি দল রয়েছে)।

    ড্র অনুযায়ী লিগগুলোর বর্তমান চিত্র

    লিগ এ

    গ্রুপ ১ - নেদারল্যান্ডস, ইতালি, বসনিয়া অ্যান্ড হারজেগোভিনা, পোল্যান্ড

    গ্রুপ ২ - ইংল্যান্ড, বেলজিয়াম, ডেনমার্ক, আইসল্যান্ড

    গ্রুপ ৩ - পর্তুগাল, ফ্রান্স, সুইডেন, ক্রোয়েশিয়া

    গ্রুপ ৪ - সুইজারল্যান্ড, স্পেন, ইউক্রেন, জার্মানি

    লিগ বি

    গ্রুপ ১ - অস্ট্রিয়া, নরওয়ে, নর্দার্ন আয়ারল্যান্ড, রোমানিয়া

    গ্রুপ ২ - চেক প্রজাতন্ত্র, স্কটল্যান্ড, স্লোভাকিয়া, ইসরায়েল

    গ্রুপ ৩ - রাশিয়া, সার্বিয়া, তুরস্ক, হাঙ্গেরি

    গ্রুপ ৪ - ওয়েলস, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, বুলগেরিয়া

    লিগ সি

    গ্রুপ ১ - মন্টেনেগ্রো, সাইপ্রাস, লুক্সেমবার্গ, আজারবাইজান

    গ্রুপ ২ - জর্জিয়া, নর্থ মেসিডোনিয়া, এস্তোনিয়া, আর্মেনিয়া

    গ্রুপ ৩ - গ্রিস, কসোভো, স্লোভেনিয়া, মলডোভা

    গ্রুপ ৪ - আলবেনিয়া, বেলারুশ, লিথুয়ানিয়া, কাজাখাস্তান

    লিগ ডি

    গ্রুপ ১ - ফারো আইল্যান্ডস, লাটভিয়া, অ্যান্ডোরা, মাল্টা

    গ্রুপ ২ - জিব্রাল্টার, লিখটেনস্টেইন, সান মারিনো

    লিগগুলো যেভাবে কাজ করবে

    প্রতিটি দল হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে গ্রুপের অন্য দলগুলোর বিপক্ষে খেলবে। লিগ এ-র চারটি গ্রুপজয়ী দল আগামী বছরের জুনে নেশনস লিগের ফাইনালসে খেলবে। সেখানে দুটি সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে।

    লিগ বি, সি এবং ডি-র গ্রুপ জয়ীরা প্রমোশন পাবে। আর লিগ এ এবং বি-তে গ্রুপের তলানিতে থাকা দলগুলো অবনমিত হবে। যেহেতু লিগ সি-তে চারটি গ্রুপ এবং ডি-তে দুটি গ্রুপ রয়েছে, তাই সি থেকে দুটি দলের অবনমনের জন্য ২০২২ সালে মার্চে প্লে-অফ অনুষ্ঠিত হবে। যদি প্লে-অফ পর্বের কোনো দল ২০২২ বিশ্বকাপের প্লে-অফেও খেলে, তাহলে লিগ সি-এর যে দুটি দল রেটিংয়ে ৪৭ এবং ৪৮ নম্বর অবস্থানে থাকবে, তারা স্বয়ংক্রিয়ভাবে অবনমিত হয়ে যাবে।

    ২০২২ বিশ্বকাপের বাছাই পর্বের সাথে নেশনস লিগের কোনো সংযোগ আছে কি?

    ইউরোপে বিশ্বকাপ বাছাই পর্ব আগের মতোই রয়েছে। বাছাইপর্বের দশটি গ্রুপজয়ী সরাসরি মূল আসরে জায়গা করে নেবে তবে প্লে-অফের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন এসেছে। প্লে-অফে এখন থেকে দুটি নকআউট রাউন্ড থাকবে, যার থেকে তিনটি দল মূল আসরে খেলার সুযোগ পাবে। প্লে অফে দশটি গ্রুপ রানার্স আপ এবং নেশনস লিগের সেরা দুটি গ্রুপজয়ী (যারা সরাসরি মূল আসরে কিংবা প্লে অফেও জায়গা পায়নি) থাকবে।