• ইউয়েফা নেশনস লিগ
  • " />

     

    কোচ চশমা পরেননি, তাই একাদশে জায়গা হয়নি কিয়েলিনির!

    কোচ চশমা পরেননি, তাই একাদশে জায়গা হয়নি কিয়েলিনির!    

    নেশনস লিগে বসনিয়ার বিপক্ষে ইতালির একাদশে ছিলেন না অভিজ্ঞ ডিফেন্ডার জর্জিও কিয়েলিনি। তার জায়গায় ডিফেন্সে বনুচ্চির সঙ্গে জুটি বেঁধেছিলেন লাৎসিও-র ফ্রানসেস্কো আসেরবি। কোনো চোট সমস্যা নেই, ফর্মও খারাপ নয়, এরপরও কেন কিয়েলিনিকে বেঞ্চে বসিয়ে রাখা হল? বসনিয়ার সঙ্গে ড্রয়ের পর ইতালির কোচ রবার্তো মানচিনি এই প্রশ্নের যে উত্তর দিলেন সেটা শুনলে আপনার হাসি ধরে রাখতে পারার কথা নয়। ম্যাচের আগে যখন তার সহকারী তাকে একাদশ দেখিয়েছিলেন তখন চশমা না পরাতেই নাকি তিনি খেয়াল করেননি যে একাদশে কিয়েলিনি নেই।


    ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সেই ঘটনা বর্ণনা করেন সাবেক ম্যানচেস্টার সিটি কোচ মানচিনি, “এটা আমার ভুল ছিল। টিম শিট যখন এসেছিল, তখন আমি চশমা পরা ছিলাম না। আমি খেয়াল করিনি যে, কিয়েলিনির জায়গায় আসেরবির নাম লেখা হয়েছে। আমি টিম শিট দেখে ঠিক আছে বলে দিয়েছিলাম।”

    “যাইহোক, আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম দুই ম্যাচের একটি খেলবে কিয়েলিনি, আর একটি আসেরবি। কিয়েলিনিকে জিজ্ঞেস করেছিলাম সে কবে খেলতে চায়, সে এই ম্যাচে খেলতে চেয়েছিল। এখন পরের ম্যাচে সে খেলবে। বিষয়টি এমন না যে আমরা ডিফেন্ডারের জায়গায় গোলরক্ষককে একাদশে রেখেছিলাম, এটায় খুব বেশি পার্থক্য ছিল না। তবে হ্যাঁ, এটা ভুল ছিল।”

    এদিকে টানা ১১ ম্যাচে জয় নিয়ে এবারের নেশনস লিগ মিশন শুরু করা ইতালির জয়রথ রুখে দিয়েছে বসনিয়া। এডিন জেকোদের সঙ্গে এদিন ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে রবার্তো মানচিনির দলকে।